Lok Sabha Election 2024 Phase 5 Live : ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live : আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়।

ABP Ananda Last Updated: 20 May 2024 08:25 PM
WB News Live : ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে

ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে। শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে আসা বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলা ভোটারদের নিরাপত্তার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting : কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও।

WB News Live : টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে কৌস্তভ, ভাঙল গাড়ি

টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে কৌস্তভ, ভাঙল গাড়ি । মণ্ডলপাড়ায় বিজেপি নেতাকে ঘিরে তৃণমূলকর্মীদের বিক্ষোভ। বুথের বাইরে জমায়েত, কৌস্তভের গাড়ি থামতেই হামলা।

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting : জগদ্দলে অর্জুনের মুখ্য নির্বাচনী এজেন্টের উপর 'হামলা'

জগদ্দলে অর্জুনের মুখ্য নির্বাচনী এজেন্টের উপর 'হামলা'। ছাপ্পা ভোটের খবর পেয়ে বুথে যেতেই 'হামলা', গাড়ি ভাঙচুর। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের উপর 'হামলা'।

WB News Live : বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৭ কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ, কোন কেন্দ্রে কত ?

বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৭ কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ। কোন কেন্দ্রে কত ভোট পড়ল দেখে নেওয়া যাক-


বনগাঁ- ৭৫.৭৩


ব্যারাকপুর- ৬৮.৮৪


হাওড়া-৬৮.৮৪


উলুবেড়িয়া- ৭৪.৫০


শ্রীরামপুর- ৭১.১৮


হুগলি- ৭৪.১৭


আরামবাগ- ৭৬.৯০

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting : বনগাঁর গয়েশপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের

বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণীর গয়েশপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। মাঠের মধ্যে ঢুকে লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের।

WB News Live : ধনেখালিতে তৃণমূলের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থীকে দেখে চোর, গো ব্যাক স্লোগান

ধনেখালিতে তৃণমূলের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে চোর, গো ব্যাক স্লোগান। পাল্টা বুথ জ্যামের অভিযোগ লকেট চট্টোপাধ্যায়।

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting : দুপুর ৩টে পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট পড়ল ?

দুপুর ৩টে পর্যন্ত বনগাঁয় ৬১.৮৩ শতাংশ, ব্যারাকপুরে ৫৫.৩৪ শতাংশ, হাওড়ায় ৫৮.৮১ শতাংশ, উলুবেড়িয়ায় ৬৬.৪৫ শতাংশ, শ্রীরামপুরে ৬৩.০৫ শতাংশ, হুগলিতে ৬৫.০১ শতাংশ ও আরামবাগে ৬৭.১২ শতাংশ ভোট পড়ল।

WB News Live : কালীঘাটে সিপিএম-কে মিটিং করতে পুলিশের বাধার অভিযোগ

কালীঘাটে সিপিএম-কে মিটিং করতে পুলিশের বাধার অভিযোগ। মিটিং করার জন্য আদালতের অনুমতি আছে বলে দাবি সিপিএম-এর। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের বচসা। 

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting : বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর

ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা লকেটের।

হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা লকেটের। বাগদায় রাজ্য পুলিশের দিকে আঙুল শাসক প্রার্থীর। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live:  ধনেখালিতে ধুন্ধুমার, লকেটকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের

 ধনেখালিতে ধুন্ধুমার। লকেটকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। গোলমালের মধ্যেই হাজির 
শাসক বিধায়ক অসীমা পাত্র। স্লোগান, পাল্টা স্লোগান। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের

আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের । লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: ধনেখালিতে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে লকেট

ধনেখালিতে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে লকেট । বিজেপি প্রার্থীকে চোর চোর, গো ব্যাক স্লোগান । আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ: লকেট

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট ?

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৩%
সকাল ১১ 
বনগাঁ: ৩২%
ব্যারাকপুর: ৩০%
হাওড়া: ৩১%
উলুবেড়িয়া: ৩৪%
শ্রীরামপুর: ৩২%
হুগলি: ৩৪%
আরামবাগ: ৩৬%

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting: যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বেলাগাম কল্যাণ

কেন্দ্রীয় বাহিনীকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বেলাগাম কল্যাণ

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: তারকেশ্বরে 'বুথ জ্যাম তৃণমূলের', তাড়া করলেন বিজেপি কর্মীরা

তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাড়া করলেন বিজেপি কর্মীরা। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: বুথের কাছে অর্জুনকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের

ব্যারাকপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বুথের কাছে অর্জুনকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। এলাকায় উত্তেজনা।

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার

বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। আহত ১ বিজেপি কর্মী। বুথে যেতে ভোটারদের বাধা, প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বিজেপির। রিপোর্ট চাইল কমিশন।

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ

ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। ফলে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে এলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এই ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

Mamata Banerjee On Bharat Sebashram : 'ভারত সেবাশ্রমের সম্মানহানি' মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে', ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের। 

Mamata Banerjee On Bharat Sebashram : 'ভারত সেবাশ্রমের সম্মানহানি' মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে', ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের। 

Mamata Banerjee On Bharat Sebashram : 'ভারত সেবাশ্রমের সম্মানহানি' মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে', ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের। 

lok sabha elections 2024 phase 5: ভোট দিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর RP স্কুলে ভোট দিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 

WB Lok Sabha Election 2024 Phase 5: কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, অভিযোগ শান্তনু ঠাকুরের

জেলা নদিয়া হলেও কল্যাণী বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত। কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, অভিযোগ করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting: বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ভোটের আগের রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভার আমডাঙার বইছগাছিয়া ১২০ ও ১২১ নম্বর বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাড়ি বাড়ি নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।

দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ, সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের চাঞ্চল্যকর অভিযোগ

গতকাল রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালেও অভিযোগ পেয়েছি, কয়েকটি বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা। ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের। 

WB Lok Sabha Election 2024 Phase 5 : এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব, হুঁশিয়ারি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের

কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব। হুঁশিয়ারি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। 

Lok Sabha Election 2024 Phase 5:  সিপিএম কর্মীদের হুমকি, উত্তর হাওড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে। 

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান

খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান 

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান

খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: সাধু-সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে উত্তাল ভোটের রাজনীতি।

সাধু-সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে উত্তাল ভোটের রাজনীতি। সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন সংগঠন ও বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে সংস্কৃতি রক্ষা মঞ্চ। সাধু-সন্তদের প্রতি শ্রদ্ধা রয়েছে 
মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দাবি করলেন ব্রাত্য বসু।

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live : ভোটপ্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চম দফার আগে রাজ্যে ভোটপ্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। বেঁধে দিলেন অ্যাকশন শুরুর ডেডলাইন। পাশাপাশি, শিক্ষা দুর্নীতি নিয়ে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে শানালেন আক্রমণ। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: আরামবাগে আক্রান্ত তৃণমূল কর্মী শ্যামল রায়

আরামবাগে আক্রান্ত তৃণমূল কর্মী শ্যামল রায় । ধারালো অস্ত্র দিয়ে  মাথায় আঘাতের অভিযোগ । আহত অবস্থায় ওই তৃণমূল কর্মী আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি 

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: খড়গপুরে ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার

খড়গপুরে ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার।
বিজেপি নেতার কাছ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার, দাবি পুলিশ সূত্রে। 
হোটেলে লক্ষ লক্ষ টাকা-সহ আটক ১ বিজেপি নেতা । 
এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি, আক্রমণে তৃণমূল। 
তবে, বাংলার মানুষ বিকোবে না, বিজেপিকে আক্রমণে তৃণমূল। 

Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান

খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান । আক্রান্ত রাজহাটি ১ নম্বর অঞ্চলের উপপ্রধান তপন বাগ। তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

WB Lok Sabha Election 2024 Phase 5 Voting Live: আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা

আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। রাজ্যের ৭ আসনের পাশাপাশি দেশজুড়ে মোট ৪৯টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। পঞ্চম দফায় ভোটগ্রহণ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের একটি করে লোকসভা আসনেও। 

প্রেক্ষাপট


  • আজ লোকসভা ভোটের পঞ্চম দফা, এক নজরে দেখে নিন কোথায় কোথায় ভোট, কোথায় কটি  QRT

  • পঞ্চম দফায় রাজ্যে ৩ জেলার ৭ লোকসভা কেন্দ্রে ভোট

  • আজ বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে নির্বাচন

  • আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট

  • মোতায়েন ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রেকর্ড সংখ্যক QRT

  • ব্যারাকপুর: ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫১ QRT

  • বনগাঁ: ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৪৪ QRT

  • হাওড়া (কমিশনারেট) : ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭৫ QRT

  • হাওড়া (গ্রামীণ): ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০৫ QRT

  • হুগলি (গ্রামীণ): ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৬ QRT

  • চন্দননগর (কমিশনারেট) : ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫ QRT 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.