Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কার দিকে পাল্লা ভারী, কী বলছে C ভোটার Exit Poll ?
Lok Sabha Elections 2024 Live Updates: আজই ভোটগ্রহণের শেষ দিন, দেশের কোথায় কী ঘটছে জেনে নিন এক ক্লিকে।
ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে। পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।
বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা। তৃণমূল কাউন্সিলরের কলার চেপে ধরলে তন্ময় ভট্টাচার্যর সঙ্গে হাতাহাতি।
ভাঙড় থেকে গাঙ্গুলিবাগান, যাদবপুরের ভোটে দিনভর অশান্তি। গাঙ্গুলিবাগানে নাক ফাটল সিপিএম কর্মীর, ক্যাম্প অফিস ভাঙচুর। সকাল থেকে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। বারুইপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কালিকাপুরে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। ভাঙড়ে দফায় দফায় সংঘর্ষ, আইএসএফ-তৃণমূলের খণ্ডযুদ্ধ।
ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে। পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।
পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থীর। সিপিএম প্রার্থী চ্য়ালেঞ্জ করতেই দৌড়ে পালালেন 'ভুয়ো' এজেন্ট।
অশোকনগরে আক্রান্ত বিজেপি, ব্যাপক উত্তেজনা। বিজেপির বুথ এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ। গাড়ি-বাইক ভাঙচুর, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি শাসকদলের।
সন্দেশখালির ছায়া ক্যানিংয়েও। ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ জন বিজেপি কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মৈপীঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, হাত ভাঙল বিজেপি ও তৃণমূল কর্মীর। ক্যানিংয়ে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি , তৃণমূল- ১৩-১৭ এবং বাম-কংগ্রেস জোট- ১-৩ আসন: সি ভোটার সমীক্ষা
ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে।
দক্ষিণ দমদম পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে গেলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গেও তর্কাতর্কি সিপিএম প্রার্থীর।
বরানগরের ডাক্তারবাগানে বুথ জ্যামের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সজল ঘোষ গেলে উত্তেজনা।
বরানগরে তুলকালাম। বিজেপির পার্টি অফিস ভাঙচুর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।
ভাঙড়ের পর শাসন, আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তেহাটার ১০৬ নম্বর বুথে আইএসএফ কর্মীকে ভোট দিতে বাধা।
মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দুপুর তিনটে অবধি কোথায় পড়ল কত ভোট ? দেখুন একনজরে।
দমদম- ৫৩.৬ শতাংশ
বারাসাত- ৫৯.৬৯ শতাংশ
বসিরহাট-৬৬.৭৬ শতাংশ
জয়নগর-৬২.২৪ শতাংশ
মথুরাপুর-৬৩.৬৬ শতাংশ
ডায়মণ্ড হারবার-৬১.০৮ শতাংশ
যাদবপুর-৫৬.৪৯ শতাংশ
কলকাতা দক্ষিণ-৫০.৬১ শতাংশ
কলকাতা উত্তর-৫১.২২ শতাংশ
এবার সন্দেশখালির রাজবাড়িতে উত্তেজনা। পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহিলাদের মিছিল। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের।
I.N.D.I.A জোটই সরকার গড়বে। ৪০০ পার বলতে কী বোঝায়? আসল কথা হল, একজন সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছেন। দেশবাসীর থেকে পিছন ঘুরে বসে রয়েছেন। ওরা ৪০০ পেরোবে না: অখিলেশ যাদব।
ভাঙড়ের পর শাসন, আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তেহাটার ১০৬ নম্বর বুথে আইএসএফ কর্মীকে ভোট দিতে বাধা।
মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কামারহাটিতে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। খড়দাতেও বিজেপি নেতা রমজান আলিকে পিস্তলের বাট দিয়েও মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
ভোট দিতে যেতে বড় ভয়। সকাল সাহস করে যাঁরা বুথে গিয়েছিলেন, ফিরেছেন মার খেয়ে। তারপর থেকে ২০০ মিটার দূরের বুথেও কাউকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ভাঙড়ের নলমুড়িতে ভোটের সকালে নিখাদ আতঙ্ক।
দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে। হাসপাতালে তাঁদের দেখতে গেলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও।
আলমবাজারে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ। বেড়মজুরে মহিলাদের বেধড়ক মার। গতকাল পুলিশের পোশাক পরে হামলা চালানোর অভিযোগ। আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার।
দুপুর ১ পর্যন্ত দমদমে ভোটদানের হার ৪১ শতাংশ। দুপুর ১ পর্যন্ত বারাসাতে ভোটদানের হার ৪৭ শতাংশ। একই সময়ে বসিরহাটে ভোটদানের হার ৫১ শতাংশ। জয়নগরে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪৮ শতাংশ। ডায়মন্ড হারবার ও মথুরাপুর সংরক্ষিত কেন্দ্রে ভোটদানের হার ৪৭ শতাংশ। যাদবপুর কেন্দ্রে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪৩ শতাংশ। কলকাতা দক্ষিণে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪০ শতাংশ। কলকাতা উত্তরে ভোটদানের হার ৩৯ শতাংশ।
ভাঙড়ের হাতিশালায় দফায় দফায় অশান্তি। আইএসএফ এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে পারেনি গোটা গ্রাম। ডাকা হয়েছে কিউআরটি টিমকে।
ভুয়ো ভোটের অভিযোগ পেয়ে উল্টোডাঙায় গেলেও তাপস রায়কে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ। ভোট ব্যাহত করার কৌশল নিয়েছে তৃণমূল, পাল্টা দাবি তাপস রায়ের।
কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয়, নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে।
বরানগরের রবীন্দ্র ভবনে ভুয়ো ভোটারকে তাড়া বিজেপি প্রার্থী সজল ঘোষের।
সকাল ১১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়ল ২৮.১০ শতাংশ। দমদমে ২৪.৮৩, বারাসাতে ২৭.৮৬, বসিরহাটে ৩২.৫৭, জয়নগরে ৩০.২৫, মথুরাপুরে ৩০.৫০, ডায়মন্ড হারবারে ৩১.৫১, যাদবপুরে ২৬.৫৯, কলকাতা দক্ষিণে ২৪.০২, কলকাতা উত্তরে ২৪.০২ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ১৪৫০টি অভিযোগ। সিএমএস পোর্টালে জমা পড়েছে ৩০৭টি অভিযোগ। বিজেপির তরফে ৭৬টি, সিপিএম-এর ১৪২টি, কংগ্রেসের তরফে ৯টি অভিযোগ জমা পড়েছে। ডায়মন্ড হারবারে জমা পড়েছে ৬৪৬টি অভিযোগ। দমদমে জমা পড়েছে ৪৭৩টি অভিযোগ।
প্রথম বার প্রার্থী হয়েছেন। ভোট দিয়েছেন সকাল সকাল। এবার পুজোয় বসলেন কঙ্গনা রানাউত।
'ডায়মন্ড হারবার , মথুরাপুর, জয়নগর, যাদবপুরে প্রচুর বুথে ওয়েব কাস্টিং ক্যামেরায় গন্ডগোল। ডায়মন্ড হারবার লোকসভায় ১৪১টি , মথুরাপুরে ১৩১টি ক্যামেরায় গন্ডগোল। জয়নগরে ৯০টি ক্যামেরা ও যাদবপুরে ৬০টি ক্যামেরায় গন্ডগোল। এই সব বুথে ক্যামেরা ঠিক না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রাখুন', সিইও-কে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীরা।
মা-মাটি-মানুষ স্লোগান পরিচয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেখ শাহজাহান মায়েদের সঙ্গে কী করেছে দেখেছি আমরা। অনুপ্রবেশকারীরা জমি দখল করে, জিহাদ চালিয়ে মাটির অবস্থা কী করেছে দেখেি, মানুষের অবস্থা এমন যে ঘুষ ছাড়া কোনও কাজ হ. না। মানুষ হতোদ্যম হয়ে পড়েছেন। তৃণমূলের উপর প্রতিশোধ তুলতে চান তাঁরা: জেপি নাড্ডা।
ই এম বাইপাসে বহিরাগতদের তাড়া কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর।
সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত দেশে ভোট পড়ল ১১.৩১ শতাংশ। হিমাচলপ্রদেশে ১৪.৩৫ শতাংশ, ওড়িশায় ৭.৬৯ শতাংশ, বিহারে ১০.৫৮ শতাংশ, চণ্ডীগড়ে ১১.৬৪ শতাংশ, উত্তরপ্রদেশে ১২.৯৪ শতাংশ, পশ্চিমবঙ্গে ১২.৬৩ শতাংশ।
উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে সশস্ত্র দুষ্কৃতীদের বাইক বাহিনী নিয়ে সিপিএম এজেন্ট ও কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুজয় দাসের বিরুদ্ধে। ভোরবেলা এই হুমকি চলছে বলে অভিযোগ সিপিএমের।
বরানগরে সিপিএম প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা, হাতাহাতি বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের।
সপ্তম দফায় বাংলায় সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার, দমদম- ১১ শতাংশ, বারাসাত - ১৩ শতাংশ, বসিরহাট - ১৬ শতাংশ, জয়নগর - ১৩ শতাংশ,
মথুরাপুর - ১৪ শতাংশ, ডায়মন্ডহারবার - ১৪ শতাংশ, যাদবপুর - ১৩ শতাংশ, কলকাতা দক্ষিণ - ১০ শতাংশ, কলকাতা উত্তর - ৯ শতাংশ।
হিমাচল প্রদেশের মান্ডিতে ভোট দিলেন কঙ্গনা রানাউত। মান্ডি কঙ্গনার জন্মক্ষেত্র, সেখানেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
সিপিএম এজেন্ট সেজে বুথে স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমানের। ধরতে গেলে ধাক্কা দিয়ে চম্পট।
যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে ধুন্ধুমার। বুথের বাইরে বেআইনি জমায়েতের খহরষ খবর পেয়ে এলাকায় গেলে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। গাড়ি ঘিরে স্লোগান। সৃজনকে বাধা দেওয়ারও অভিযোগ।
ভাঙড়ের নলমুড়িতে সংঘর্ষ। তৃণমূল বনাম আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা।
ভাঙড়ের নলমুড়িতে সংঘর্ষ। তৃণমূল বনাম আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা।
ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।
'আমি বিজেপি-র ক্যাডার। নেতা নই। নিজের কর্তব্যপালন করেছি', বেলগাছিয়ায় ভোট দিয়ে বললেন মিঠুন চক্রবর্তী।
কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি।
সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের। ভাঙড়ের সাতুলিয়ায় বোমাবাজি, উত্তেজনা, লাঠিচার্জ।
কুলতলিতে পুকুরে ইভিএম, ভিভিপ্যাট। কদম্বগাছিতে আক্রান্ত বিজেপি নেতার মেয়ে। ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুর। বাঘা যতীনে বাইক বাহিনীর তাণ্ডব।
শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট।
যাদবপুর, জয়নগর, মথুরাপুরেও লোকসভা নির্বাচন। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট ।
সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি।
কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সপ্তম দফায় ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি। কলকাতা: ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ কিউআরটি। বসিরহাট: ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫। বারাসাত: ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ৩৫১। দমদম: ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ২০৪। ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৯। মথুরাপুর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। জয়নগর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট।
যাদবপুর, জয়নগর, মথুরাপুরেও লোকসভা নির্বাচন। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট ।
সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি।
কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সপ্তম দফায় ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি। কলকাতা: ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ কিউআরটি। বসিরহাট: ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫। বারাসাত: ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ৩৫১। দমদম: ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ২০৪। ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৯। মথুরাপুর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। জয়নগর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সপ্তম দফায় অগ্নিপরীক্ষা আজ। সকাল সকাল কালীবাড়িতে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
সপ্তম দফা ভোট শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা। আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।
ভোটের আগের রাতে ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ISF প্রার্থী নুর আলম খানের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। রানিগাছি এলাকায় ISF-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে রাতে সেখানে যান ISF প্রার্থী। অভিযোগ, বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে তৃণমূলের
দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা গাড়ি নিয়েই ভাঙড় থানায় হাজির হন ISF প্রার্থী। ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ISF এজেন্টকেই পুলিশ আটক করে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
'ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা। চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ', এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে', এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্য়র।
যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'। সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ।
তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠছে। ইটের ঘায়ে ভেঙে গিয়েছে জানলার কাচ।
ভোট দিলেন বিজেপি সাংসদ রবি কিষেণ। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিজেপি-র প্রার্থী তিনি। বললেন, "বিকশিত ভারত, রামরাজ্য এবং ভারতকে বিশ্বগুরু করে তুলতে ভোট দিয়েছি আমি।"
পটনায় সপরিবারে লালুপ্রসাদ যাদব। স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন।
সকাল সকাল বুথের বাইরে লাইন দিলেন AAP সাংসদ রাঘব চাড্ডা। আনন্দপুর সাহিবের লখনউরে ভোট দিতে লাইন রাঘবের।
যেখানে মজবুত ভিত, যেখানে প্রত্যাশা চরমে, সেখানেই আসন পাবে না বিরোধীরা। দেশের দরিদ্র মানুষ মোদিকেই সমর্থন করছেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের।
ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সকাল সকাল মন্দিরে। তাঁর কেন্দ্র গোড্ডায় আজ ভোটগ্রহণ। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রদীপ যাদব।
প্রেক্ষাপট
লোকসভা নির্বাচনে আজ সপ্তম দফায় ভোটগ্রহণ। বাংলা-সহ দেশের সর্বত্র ভোটগ্রহণ শুরু হতে চলেছে। শনিবার শেষ দফায় মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের নয়টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের আটটি, ওড়িশার ছয়টি, হিমাচলপ্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ আজ। এর পর আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাই শেষ দফার নির্বাচন ঘিরে তৎপরতা চরমে। (Lok Sabha Election 2024 Phase 7 Voting Live)
পঞ্জাবের মোট ১৩টি আসনেই আজ ভোটগ্রহণ। সেখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে I.N.D.I.A জোটের শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি, অন্য দিকে বিজেপি। অবিজেপি ভোট ভাগাভাগি করে নিতে আগ্রহী কংগ্রেস এবং আম আদমি পার্টি। বিজেপি-র সামনে পঞ্জাবে জনসমর্থন টিকিয়ে রাখার লড়াই। (Lok Sabha Elections 2024 Live Updates)
শনিবার ওড়িশার ৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ছয়টি লোকসভা কেন্দ্রেও। ওড়িশায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। নবীন পট্টনায়কের বিজু জনতা দলকে কোণঠাসা করার চেষ্টায় তারা। হিমাচলের ছয়টি বিধানসভা আসনে ভোটগ্রহণ আজ। সেখানে কংগ্রেসে সরকারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দলের বেশ কিছু বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন ইতিমধ্যেই। বিজেপি সেখানে কংগ্রেসের বিধায়ক ভাঙাতে ঘোরা কেনাবেচা করছে বলেও অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র, বারাণসীতেও আজ ভোটগ্রহণ। ২০১৪ সালে ওই আসনে প্রথম বার জয়ী হন মোদি। (Varanasi Constituency) এবার সেখানে অজয় রাইকে প্রার্থী করেছে কংগ্রেস। গত দুই লোকসভা নির্বাচনে তৃতীয় হয়েছিলেন অজয়। (Narendra Modi)
বাংলায় আজ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড ডহারবারে ভোটগ্রহণ। লালুপ্রসাদ যাদহের কন্যা মিশা ভারতীর কেন্দ্র পাটলিপুত্রেও ভোটগ্রহণ রয়েছে। জলন্ধর আসনে, যেখানে কংগ্রেসের প্রার্থী চরণজিৎ সিংহ চান্নি, সেখানেও আজ ভোটগ্রহণ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -