Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কার দিকে পাল্লা ভারী, কী বলছে C ভোটার Exit Poll ?

Lok Sabha Elections 2024 Live Updates: আজই ভোটগ্রহণের শেষ দিন, দেশের কোথায় কী ঘটছে জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 01 Jun 2024 11:53 PM

প্রেক্ষাপট

লোকসভা নির্বাচনে আজ সপ্তম দফায় ভোটগ্রহণ। বাংলা-সহ দেশের সর্বত্র ভোটগ্রহণ শুরু হতে চলেছে। শনিবার শেষ দফায় মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের নয়টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের আটটি, ওড়িশার ছয়টি,...More

Kunal Ghosh: সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ

ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে। পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী।