West Bengal Lok Sabha Election 2024 : চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। সব খবর সবার আগে এই লিঙ্কে ।

ABP Ananda Last Updated: 13 May 2024 10:05 PM
Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি

চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি। বর্ধমান থেকে বহরমপুর, বীরভূম। বিভিন্ন জায়গায় অশান্তি, সংঘর্ষ, ভাঙচুর। ঝরল রক্তও।  

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার। হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি তৃণমূলের

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোট শেষে ব্যাট হাতে বহরমপুরের তৃণমূল প্রার্থী

ভোট শেষে ব্যাট হাতে বহরমপুরের তৃণমূল প্রার্থী। চেনা অবতারে ইউসুফ পাঠান। খেললেন ক্রিকেট, বললেন খেলা হবে।

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: রানাঘাটের বিজেপি প্রার্থীকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান, আটকানো হল গাড়ি

রানাঘাটের বিজেপি প্রার্থীকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান, আটকানো হল গাড়ি। ভোট কেন্দ্রের বাইরে জমায়েত ঘিরেও উত্তেজনা ছড়াল চাকদার ভোটকেন্দ্রে। অন্যদিকে, তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: রেজিনগরের বুথে নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে ঢুকলেন পোলিং এজেন্টরা

রেজিনগরের বুথে নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে ঢুকলেন পোলিং এজেন্টরা। তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তোলার ছবি ক্যামেরাবন্দি হতেই তৎপর হল কেন্দ্রীয় বাহিনী। পোলিং এজেন্টদের থেকে কেড়ে নেওয়া হল মোবাইল ফোন। 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোট শেষে ব্যাট হাতে বহরমপুরের তৃণমূল প্রার্থী

ভোট শেষে ব্যাট হাতে বহরমপুরের তৃণমূল প্রার্থী। চেনা অবতারে ইউসুফ পাঠান। খেললেন ক্রিকেট, বললেন খেলা হবে।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূলের 'ভয়ে' বুথে 'বন্দি' এজেন্ট, পাহারায় প্রার্থী!

তৃণমূলের 'ভয়ে' বুথে 'বন্দি' এজেন্ট, পাহারায় প্রার্থী!
সাঁইথিয়ায় ভোট শেষেও বুথে 'বন্দি' বিজেপি এজেন্ট
বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প, বুথে 'বন্দি' বিজেপির এজেন্ট

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোটের শেষ মুহূর্তেও রানাঘাটে উত্তেজনা

ভোটের শেষ মুহূর্তেও রানাঘাটে উত্তেজনা। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার ৫৬ নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৬ শতাংশ

চতুর্থ দফায় বিকেল ৫টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৭৫%। কৃষ্ণনগরে ভোট পড়েছে ৭৭%, রানাঘাট ৭৭%, বর্ধমান পূর্ব ৭৭%, বর্ধমান-দুর্গাপুর ৭৫%, আসানসোল ৬৯%, বোলপুর ৭৮% এবং বীরভূম ৭৫ %।
ভোটদানের হার ৭৬%।

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোট-বঙ্গে ফের অশান্তির ছবি

ভোট-বঙ্গে ফের অশান্তির ছবি। দুর্গাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর। কালনা গেট, মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে হামলা। নাকাশিপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। চাকদায় জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। সাঁইথিয়ায় ভোটদানে বাধার অভিযোগে তুলকালাম। ঘটনাস্থলে যেতেই বিজেপির জেলা সভাপতিকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের। কনভয় নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: নাকাশিপাড়ার বিলকুমারীতে উত্তেজনা, ভোটারদের বুথে নিয়ে গেলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়

নাকাশিপাড়ার বিলকুমারীতে উত্তেজনা, ভোটারদের বুথে নিয়ে গেলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর

চতুর্থ দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত দুর্গাপুর
দুর্গাপুরের নিউটাউনশিপ এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পারার অভিযোগ

দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পারার অভিযোগ। বরহমপুরের চুয়াপুরের বুথে পৌঁছে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বর্ধমানে দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুর, ২ জওয়ান আহত 

বর্ধমানে দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুর, ২ জওয়ান আহত 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফায় দুপুর ৩টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ

চতুর্থ দফায় দুপুর ৩টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চাকদায় বুথ জ্যামের অভিযোগ, ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

চাকদায় বুথ জ্যামের অভিযোগ, ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। গো ব্যাক স্লোগান।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: আসানসোলে বুথে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশের বাধা 

আসানসোলে বুথে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশের বাধা 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার। হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। 
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি তৃণমূলের

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দাদুর হয়ে নাতির ভোট, তেহট্টে ভুয়ো ভোটার ধরলেন সিপিএম প্রার্থী

দাদুর হয়ে নাতির ভোট। অথচ দাদুর নামই জানেন না নাতি। বাইরে থাকি তো, তাই ভুলে গেছি, প্রশ্নের মুখে আজব যুক্তি অভিযুক্ত নাতির। তেহট্টের ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ে ভুয়ো ভোটার ধরলেন কৃষ্ণনগর লোকসভার সিপিএম প্রার্থী SM সাদি। 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন কৃষ্ণনগরের জোট প্রার্থী

'দাদুর' হয়ে ভোট দিল  'নাতি'। দাদুর নাম কী ? কিন্তু দাদুর নাম কি? বলতেই পারল না 'নাতি'! 'বাইরে থাকি তো, তাই ভুলে গেছি'! প্রশ্নের মুখে আজব যুক্তি অভিযুক্ত 'নাতির' । তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন কৃষ্ণনগরের জোট প্রার্থী। 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live : প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন, অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে

প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন। অভিযোগ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিদ্যানগরে ২৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন। পরিবারের লোক যেখানে ভোট দিতে বলছেন সেখানে না দিয়ে তিনি বিজেপি প্রার্থীর বোতামে ছাপ দিচ্ছেন বলে অভিযোগ

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live : চতুর্থ দফায় প্রথম ৬ ঘণ্টায় কত ভোট পড়ল?

চতুর্থ দফায় প্রথম ৬ ঘণ্টায় অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৫২%। কৃষ্ণনগরে ভোট পড়েছে ৫০%, রানাঘাট ৫৩%, বর্ধমান পূর্ব ৫৬%, বর্ধমান-দুর্গাপুর ৫০%, আসানসোল ৫০% বোলপুর ৫৫ %এবং বীরভূম ৫০ %।
ভোটদানের হার ৫২%।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দিলীপকাণ্ডে অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

দিলীপকাণ্ডের জেরে সক্রিয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন মুখ্য নির্বাচনী আধিকারিককে। কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দিলীপের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর

দিলীপের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর । মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভ, ধাক্কা দিলেন দিলীপ। দিলীপকে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। দিলীপ ঘোষকে তাড়া করলেন তৃণমূলকর্মীরা। মন্তেশ্বরের তুল্লাবাজারে দিলীপের কনভয়ে হামলা, কয়েকজন আহত । পুলিশের সামনেই দিলীপের কনভয়ে হামলার অভিযোগ 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর 
দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি বচসা
তৃণমূলের বিরুদ্ধে মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: প্রিসাইডিং অফিসারের সামনেই দেদার ছাপ্পা ভোটের অভিযোগ

ভরতপুরের সালারে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। প্রিসাইডিং অফিসারের সামনেই দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। অভিযোগ, একের পর এক ভোটার ধরে এনে ভোট করাচ্ছেন তৃণমূল নেতা আব্দুল মাজিদ। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে শেখপাড়া সালার ইস্ট প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ নম্বর বুথের ছবি। প্রথমে অস্বীকার, ছবি দেখাতেই আমতা আমতা করছেন প্রিসাইডিং অফিসার। 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন

ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন। বুথে বারবার ঢোকার চেষ্টা বহিরাগতর। বারবার সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে 
। তাঁর জায়গায় রিজার্ভে থাকা অন্য ভোটকর্মী যোগ দেবেন 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live : সকাল ১১টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৩৫.৫৩%

চতুর্থ দফায় প্রথম ২ ঘণ্টায় ভোটদানের হার সবথেকে বেশি অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্রে। সকাল ১১টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৩৫.৫৩%। কৃষ্ণনগরে ভোট পড়েছে ৩২.৫৯%, রানাঘাট ৩৩.২৩%, বর্ধমান পূর্ব ৩৩.৮২%, বর্ধমান-দুর্গাপুর ৩১.৪১%, আসানসোল ২৯.৯৯% বোলপুর ৩৫.২২ %এবং বীরভূম ৩০.৪৫ %। ভোটদানের হার ৩২.৭৮%।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দু অধিকারীর

'৪জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। কেন্দ্রীয় বাহিনীর জন্য খেলতে পারছে না তৃণমূল' তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দু অধিকারীর ।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দু অধিকারীর

'৪জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। কেন্দ্রীয় বাহিনীর জন্য খেলতে পারছে না তৃণমূল' তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দু অধিকারীর ।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোটের ৪ ঘণ্টাতেই কমিশনে হাজারের বেশি নালিশ! 

ভোটের ৪ ঘণ্টাতেই কমিশনে হাজারের বেশি নালিশ!  নির্বাচন কমিশনে ১ হাজার ৮৮টি অভিযোগ দায়ের । নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত বিজেপির ৬টি অভিযোগ। নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত কংগ্রেসের ৬০টি অভিযোগ। নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত সিপিএমের ৭২টি অভিযোগ। নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত তৃণমূলের ১টি অভিযোগ

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বাবাকে নিয়ে চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মীনাক্ষী

কুলটির চলবলপুরে বাড়ি DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এদিন বাবাকে নিয়ে চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মীনাক্ষী। বামেরা রক্তপাতহীন ভোট চায় বলে তিনি জানিয়েছেন।

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূলের ক্যাম্প অফিসে ঢুকে জলযোগের আবদার বীরভূম লোকসভার কংগ্রেস প্রার্থীর

তৃণমূলের ক্যাম্প অফিসে ঢুকে জলযোগের আবদার বীরভূম লোকসভার কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের। বাড়িতে এলে খাওয়াব, কংগ্রেস প্রার্থীকে ফেরালেন তৃণমূল কর্মীরা। 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চাপড়ার শোনপুকুর গ্রামে রাতভর তাণ্ডব, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ

চাপড়ার শোনপুকুর গ্রামে রাতভর তাণ্ডব, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে, সিপিএম এজেন্টকে মারধর  করা হচ্ছে বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের। ভোটারদের বুথে পৌঁছে দেন কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী SM সাদি। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন। 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: কালী মন্দিরে পুজো দিলেনবর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

ভোটের দিন দুর্গাপুর সিটি সেন্টারের কালী মন্দিরে পুজো দিলেনবর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এরপর বর্ধমান ঘুরে তাঁর ফেরার কথা দুর্গাপুরে। 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীর

বর্ধমানের রাজগঞ্জ বাজারে মনোহরদাস বিদ্যায়তনের বুথে দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীর। এলাকায় যানজট হওয়ায় স্লোগান বলে দাবি। নিজের দলের প্রার্থীকে না পেয়ে আমাকে দেখে উৎসাহ পাচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেব, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূল কর্মীকে সপাটে চড় পুলিশের

বড়ঞায় হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কি। কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল কর্মীকে সপাটে চড় পুলিশের। লাঠিচার্জ করে দু’পক্ষের ৪-৫টি বাইক ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বড়ঞার হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের ৫১ ও ৫২ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে কংগ্রেসের এজেন্টকে বারবার বার করে দেওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার শাসক-নেতার।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: সকাল ৯ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল? 

সকাল ৯ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল? 
--------
বহরমপুর-১৭%
কৃষ্ণনগর-১৬%
রানাঘাট-১৫%
বর্ধমান পূর্ব-১৬%
বর্ধমান-দুর্গাপুর--১৪%
আসানসোল-১৩%
বোলপুর-১৬%
বীরভূম-১৫%
--
সব মিলিয়ে ভোট ১৫%

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারে, আমার বিরুদ্ধে খেলতে পারবে না, হুঙ্কার দিলীপের

কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারে, আমার বিরুদ্ধে খেলতে পারবে না। ভোটের দিনও আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। সকাল সকাল বেরিয়ে পড়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী। বিভিন্ন জায়গা থেকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আসছে, খতিয়ে দেখতে সারাদিন ঘুরব, জানিয়েছেন দিলীপ।

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফাটল সিপিএম কর্মীর

তেহট্টের থানারপাড়া থানা এলাকাতেও একই ঘটনা। তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফাটল সিপিএম কর্মীর। অভিযোগ,  নারায়ণপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। ঘটনাস্থলে থানারপাড়া থানার পুলিশ। 

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: 'নির্বাচনের নামে প্রহসন হচ্ছে', তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির

কলকাতা থেকে আসানসোলে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, আসানসোলের গ্রামীণ এলাকায় অবাধে ভোট লুঠ করছে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয়। সকাল থেকে অভিযোগ আসছে। এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, দাবি জিতেন্দ্র তিওয়ারির।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: ভোটের সকালে কোথায় কোথায় অশান্ত হল পরিস্থিতি ?

রানিগঞ্জে বিজেপি কর্মীকে 'মারধর'
কৃষ্ণনগরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ
সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর

Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting: বিজেপি এজেন্টকে 'মারধর', বিজেপির পতাকা পুকুরে ফেলার অভিযোগ নলহাটিতে

নলহাটিতে বিজেপি এজেন্টকে 'মারধর', নলহাটিতে বিজেপির পতাকা পুকুরে ফেলার অভিযোগ

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দেশের ৯৬ আসনে ভোট

দেশজুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট, ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ৬ কেন্দ্রীয় মন্ত্রী লড়াইয়ের ময়দানে। আজ অখিলেশ যাদবেরও অগ্নিপরীক্ষা।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: দেশের ৯৬ আসনে ভোট

দেশজুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট, ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ৬ কেন্দ্রীয় মন্ত্রী লড়াইয়ের ময়দানে। আজ অখিলেশ যাদবেরও অগ্নিপরীক্ষা।

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ১৪৮ QRT মোতায়েন

বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন। নজর নিরাপত্তায়। চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ১৪৮ QRT মোতায়েন।

West Bengal Loksabha Election 2024 : 'সন্দেশখালির ভাইরাল ভিডিও তৃণমূলের সাজানো ঘটনা' , অভিযোগ বিজেপির

চতুর্থ দফার ভোটের আগের দিনও, ফের সামনে এসেছে সন্দেশখালির দুটি ভাইরাল ভিডিও। ফুটেজে, আন্দোলনকারীদের টাকা দেওয়ার প্রসঙ্গ থেকে শুরু করে অস্ত্র মজুত, মদ বিলির হিসেব দিতে দেখা গেল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে আরেকটি ফুটেজে চাঞ্চল্যকর দাবি করেছেন এক মহিলা। তৃণমূলের সাজানো ঘটনা বলে অভিযোগ বিজেপির। 

Lok Sabha Election 2024 : ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানোর অভিযোগ তুলে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে চলল বেধড়ক মার মহিলাদের

ভোটের আবহে সনদেশখালিতে ফিরল অশান্তির পুরনো ছবি। ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানোর অভিযোগ তুলে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে চলল বেধড়ক মারধর। লাঠির বাড়ি খেলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর মুখ চেপে হুঁশিয়ারি দিলেন এক মহিলা। প্রতিবাদে আজ থানায় অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল।

Loksabha Election 2024 : কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী

জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে। সেখানেই ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুড়ে  তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।

Lok sabha Election 2024 : অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটের নিচু চাপাহাটি এলাকার ঘটনা। 

প্রেক্ষাপট

কলকাতা : আজ চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন।  বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। চতুর্থ দফায় মোতায়েন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ১৪৮ কোম্পানি QRT। দেশজুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট, ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ৬ কেন্দ্রীয় মন্ত্রী লড়াইয়ের ময়দানে। আজ অখিলেশ যাদবেরও অগ্নিপরীক্ষা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.