মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : পিঙ্ক বুথ। এবার সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্রগুলিকে এমনই নাম দিয়েছে কমিশন। শুধু নামেই নয়, বুথগুলি দেখলেই তাক লেগে যাওয়ার মতো। গোলাপি প্যান্ডাল, গোলাপি শামিয়ানা। ফুলে ফুলে সাজানো ভোট-কেন্দ্র। দেখে মনে হবে, বিয়েবাড়ি যেন ! ঠিক এমন এক ভোটকেন্দ্র দেখা গেল দুর্গাপুরে।
পিঙ্ক বুথ অর্থাৎ "অল-ওমেন ম্যানেজড পোলিং স্টেশন"। এই বুথে কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটকর্মী, সবাই মহিলা। সাজসজ্জা দেখে অনেকে মনে করছেন বিয়ে বাড়ির' আদলে ভোট গ্রহণ কেন্দ্র! কিন্তু না । এই কনসেপ্ট ইলেকশন কমিশনের । এই বুথ লিঙ্গ সমতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের উৎসাহ বাড়নোর একটি বিশেষ উদ্যোগ।
ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে এবার প্রতিটি কেন্দ্রেই একটি 'অল উইমেন ম্যানেজড পোলিং স্টেশন' থাকার কথা। যেখানে পুলিশ এবং নিরাপত্তা কর্মী সহ সব পোলিং স্টাফরাই মহিলা। দুর্গাপুরে চোখে পড়ল এমনই এক ভোটকেন্দ্র।
এই ভোটকেন্দ্রে সকাল সকাল দেখা গেল বহু উৎসাহী ভোটারদের। লাইনে দেখা গেল প্রবীনদেরও। এদিন এই বুথে প্রথম ভোট দেন এমন এক দম্পতি, যাঁদের এদিন বিবাহ বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী।
সকাল সকালই এই বুথে হাজির হন প্রবীণ নাগরিকরা। সুসজ্জিত ভোট গ্রহণ কেন্দ্র দেখে অনেকেরই তাক লেগে যায়। গোলাপি রঙের এই ভোটকেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত। এই কেন্দ্রে রয়েছে পাঁচটি বুথ। মোট কুড়িজন মহিলা কর্মী আছেন । ৯ জন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। পাঁচজন রাজ্য পুলিশের মহিলা কর্মী নজরদারি চালাচ্ছেন। সবমিলিয়ে এই ভোটকেন্দ্র এক্কেবারে স্বতন্ত্র।
এর আগে দেশের অন্যান্য প্রান্তেও দেখা গিয়েছে এমন বুথ। সেখানেও ছিল এমন সুসজ্জিত ব্যবস্থা। এইসব বুথে শিশুদের সাময়িক ভাবে রাখার জন্য ব্যবস্থা রয়েছে ক্রেশ-এরও।
আজ ভোটের চতুর্থ দফায় বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে । নজর রাখা হয়েছে নিরাপত্তায়। চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ও ১৪৮ QRT মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট গ্রহণ হচ্ছে। ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ৬ কেন্দ্রীয় মন্ত্রীর আজ অ্যাসিড টেস্ট ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।