কোচবিহার: ভোটের আগেই অশান্ত কোচবিহার। প্রথম দফা ভোট গ্রহণ শুরুর আগের রাতে কোচবিহারের দুই জায়গায় দেখা গেল রাজনৈতিক হিংসার ছবি। একদিকে কোচবিহারের  দিনহাটার গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। অন্য়দিকে কোচবিহারের (Lok Sabha Election 2024) তুফানগঞ্জে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আবার অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তুফানগঞ্জ কোচবিহার জেলার মধ্যে হলেও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

  


এদিন সন্ধের দিকে কোচবিহারের গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ দেওয়া হয়। আক্রান্তের অবস্থা সঙ্কটজনক। তৃণমূলের অভিযোগ, হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ওই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানাচ্ছেন, এদিন সন্ধের মুখে তৃণমূলকর্মীরা বুথ সভাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাতে তৃণমূলকর্মী গুরুতর জখম হয়েছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূল অশান্তি বাঁধাতে চাইছে বলে অভিযোগ পদ্মশিবিরের।  
 
এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরেই খবর আসে তুফানগঞ্জে আক্রান্ত হয়েছেন এক বিজেপি কর্মী। তাঁর অবস্থা গুরুতর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। হামলার ঘটনার প্রতিবাদে তুফানগঞ্জে বিজেপি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তুফানগঞ্জ।


শীতলকুচিতে 'অস্ত্র হাতে দাপাদাপি'
ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ৩ যুবক। একজনকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। বাকি ২ জন পালিয়ে যায় বলে তাদের দাবি। বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে শাসকদল। 


কোচবিহার রাজনৈতিক হিংসার কারণে বারবার শিরোনামে উঠে এসেছে। এই জেলায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) সঙ্গে কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বারবার সম্মুখসমরে জড়িয়েছেন। প্রচারপর্বে রাস্তায় দুইজনকে প্রায় হাতাহাতিতে জড়াতেও দেখা গিয়েছে। দুই জনের অনুগামীদের মধ্য়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ-পাল্টা অভিযোগ রয়েছে। সম্প্রতি নিশীথ (Nisith Pramanik) নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় যে ভোটের দিন যাতে উদয়ন গুহকে তাঁর বুথের বাইরে যেতে না দেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন তা মানেনি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখবে কমিশন, খবর সূত্রের।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক