Lok Sabha Election 2024 Live: বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে মণিপুর
Lok Sabha Poll Live News: লোকসভা নির্বাচনে সারা দেশের খবর এক ক্লিকে
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত ৭১.৮৪ ভোট পড়েছে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি জানান, দার্জিলিঙে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭১.৪১। রায়গঞ্জে ৭১.৮৭ ও বালুরঘাটে ৭২.৩০ শতাংশ। ফলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭১.৮৪ শতাংশ।
লোকসভা নির্বাচনের প্রচারের সময় এনফোর্সমেন্ট সংস্থাগুলি উত্তরপ্রদেশে মদ, মাদক ও নগদ সহ ৩২২ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করল।
মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ভোট পড়ল ৮০ শতাংশ। এপ্রসঙ্গে ওখানকার অ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসার অখিল রাঠোর বলেন, "গোটা ছত্তরপুর জেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোট পড়েছে ৮০ শতাংশ।"
"কারোরই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।" শুক্রবার কেরলের তিরুবন্তপুরমে ভোট দেওয়ার পরে একথাই বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তরপ্রদেশের বারেলিতে মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
মণিপুর ও অসম সহ বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভাবে শেষ হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা। ভোটগ্রহণ শেষের পর বুথ কেন্দ্রগুলি থেকে ইভিএম মেশিন ও ভিভিপ্যাডগুলি সিল করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা।
সন্দেশখালি কাণ্ডের তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার যখন শেখ শাহজাহানের গড়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হচ্ছে তখনই জানা গেল রাজ্যের আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। এই আবেদনের শুনানি হবে সোমবার ২৯ এপ্রিল।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই এবার ৪০০ আসনের বেশি পাওয়ার লক্ষ্য রেখেছে বিজেপি। স্লোগান তুলেছে, এবার ৪০০ পার। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন এই বিষয়ে সরব হলেন বিহারের পাটুলিপুত্রের আরজেডি প্রার্থী ও লালুপ্রসাদ যাদবের মেয়ে ডঃ মিসা ভারতী। দেশের সংবিধান বদলে দিতেই বিজেপি ৪০০ আসন পেতে চাইছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
ওড়িশার উমেরকোটে নির্বাচনী প্রচার করার সময় বিজেডি নেতা কে পান্ডিয়ানের হেলিকপ্টারে তল্লাশি চালালেন প্রশাসনিক আধিকারিকরা।
ধর্মের নামে ভোট চেয়ে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করার অভিযোগ উঠল বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি প্রার্থী তেজস্বী সূর্যের বিরুদ্ধে। কর্নাটকের প্রধান নির্বাচক অধিকারিক টুইটে করে জানিয়েছেন। ধর্মের নামে ভোট চেয়ে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করার অভিযোগে ১২৩ (৩) ধারায় জয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে তেজস্বী সূর্যের বিরুদ্ধে।
বীরভূমের প্রার্থিপদ খারিজের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সুরাহা পেলেন না দেবাশিস ধর। প্রাক্তন IPS-এর শুনানির আবেদনে সাড়া দিলেন না প্রধান বিচারপতি। মামলা দায়ের করার কোনও বিশেষ অনুমতি আমরা দিচ্ছি না। সাধারণ নিয়ম অনুযায়ী মামলা দায়ের করতে চাইলে করুন। সোমবার বা মঙ্গলবার শুনানি হতে পারে। জানালেন প্রধান বিচারপতি। এর আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর কাছে ২ দফায় আবেদন জানিয়েও সাড়া পাননি দেবাশিস ধরের আইনজীবী। প্রথমে দেবাশিস ধরের আইনজীবীর বক্তব্য না শুনেই এজলাস ছাড়েন বিচারপতি।
'ভয় দেখাচ্ছে ভোটের পর এনআইএ করবে, ভোটের পর বিজেপিই থাকছে না। বিজেপি নিজে কোথায় থাকবে, আগে ঠিক করো' পিংলার জনসভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দুপুর ১টা পর্যন্ত বালুরঘাটে ৪৫ শতাংশ, রায়গঞ্জ ৪৮ শতাংশ, দার্জিলিংয়ে ৪৯ শতাংশ ভোটদানের হার
ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। চেনা মানুষ। অনেকদিন পরে দেখা হয়েছে, তাই কথা হচ্ছিল, দাবি মোশারফের।
মালদায় প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখে ফের সন্দেশখালি। 'মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সন্দেশখালিতে মহিলাদের উপর অমানবিক অত্যাচার হয়েছে। তৃণমূল মূল অভিযুক্তকে আড়াল করে রেখেছিল। তিন তালাক রদের বিরোধিতা করেছে তৃণমূল। মালদায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, তৃণমূল চুপ থেকেছে।অন্যদিকে বিজেপি সরকার মহিলাদের উন্নয়নের স্বার্থে কাজ করছে', তোপ নরেন্দ্র মোদির।
নৌকা করে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। এমনই ছবি দেখা গেল ত্রিপুরায়। ধলাই জেলায় প্রান্তিক এলাকা রাইমা উপত্যকা। সেখানেই দেখা যায় এমন ছবি।
মনিপুরের ভোটগ্রহণে কড়া নিরাপত্তা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
তৃণমূল, কংগ্রেসের মতো দলগুলি প্রথম পর্বের ভোটেই হেরে গেছে। দ্বিতীয় পর্বের পর তারা একেবারে মুছে যাবে। মালদার জনসভায় দাবি নরেন্দ্র মোদির।
ভোটের মধ্যেই সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিরোধীদের। ১০০% ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ। প্রত্যেক ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ। ভবিষ্যতে ভিভিপ্যাট স্লিপে বার কোড ব্যবহারের পরামর্শ সুপ্রিম কোর্টের। কমিশনকে সিম্বল লোডিং ইউনিটও সিল করতে নির্দেশ।
'আগে বাম, এখন তৃণমূল শাসনে বাংলার সম্মান ধূলিস্যাৎ হয়েছে। তৃণমূলের জমানায় এখন শুধুই একটাই কথা হাজার কোটির দুর্নীতি', মালদার নির্বাচনী সভা থেকে তোপ মোদির।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মধ্যেই মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা।
সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ১৫.৬৮ শতাংশ, মনিপুরে ১৫.৪৯ শতাংশ এবং ছত্তীসগঢ়ে ১৫.৪২ শতাংশ। ভোটের এই হারের ছবি অবশ্য দেখা যায়নি মহারাষ্ট্রে। সেখানে ভোটদানের হার কম- মাত্র ৭.৪৫ শতাংশ।
দ্বিতীয় দফায় মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রবল তাপপ্রবাহের জন্য বেশ কিছু পোলিং বুথে ভোটগ্রহণের সময়সীমা সন্ধে ৬টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিহারের বাঁকে, মাধেপুর, খাগারিয়া এবং মুঙ্গের আসনের জন্য এই নিয়ম করা হয়েছে।
তিরুঅনন্তপুরমে কংগ্রেস প্রার্থী শশী তারুর। এদিনই তাঁর কেন্দ্রে ভোট। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি।
প্রথম দু'ঘণ্টায় দার্জিলিং, রায়গঞ্জে ভোটদানের হার ১৬ শতাংশ। বালুরঘাটে সকাল ৯ পর্যন্ত ভোটদানের হার ১৫ শতাংশ
বালুরঘাটে তৃণমূলকর্মীদের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা। তৃণমূলকর্মীর দিকে তেড়ে গেলেন সুকান্ত
বাংলায় আপাতত মোটের উপর শান্তিতে ভোটগ্রহণ চলছে। কেরলে প্রথম ১ ঘণ্টায় ৫.৬২ শতাংশ ভোট
বেঙ্গালুরুতে ভোট দিলেন অভিনেতা প্রকাশ রাজ। ভোট দেওয়ার পর বলেন, 'আমি পরিবর্তনের জন্য ভোট দেব। আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দেব। যে নেতা সংসদে আমার হয়ে কথা বলবেন তাঁকে ভোট দেব
আজ কেরলের ২০ আসনে ভোট। উত্তরপ্রদেশের ৮ আসনে ভোট। বিহারে ৫ আসনে ভোট। পশ্চিমবঙ্গে ৩ আসনে ভোট
ভোট শুরুর একঘণ্টার মধ্যে বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনে ৬০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এর মধ্যে EVM খারাপের সমস্যাও রয়েছে।
দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। শিলিগুড়ির সেন্ট মার্গারেট স্কুলের বুথে ভোটগ্রহণ শুরু হতেই ভোট দেন তিনি।
সবাইকে ঘর থেকে বেরিয়ে ভোট দেওয়ার আবেদন করেছেন রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। নেতা নির্বাচন করার ডাক দিয়েছেন তিনি।
দ্বিতীয় দফার ভোট শুরু হতেই X- হ্যান্ডেলে পোস্ট রাহুল গাঁধীর। 'সংবিধানের সৈনিক' হয়ে দেশবাসীকে ভোট দিতে ডাক
গঙ্গারামপুরে বিজেপি এজেন্টদের আটকানো হচ্ছে, 'ইটাহারে বিজেপি সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস', আরও আগে আসতে পারত কেন্দ্রীয় বাহিনী, এবিপি আনন্দর মুখোমুখি হয়ে অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের
আজ লোকসভা ভোটের দ্বিতীয় দফা। তার আগেই ময়নায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির।
আজ দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। সুরক্ষায় ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১৩ হাজার রাজ্য পুলিশ। সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ দার্জিলিঙে।
আজ মোদি সরকারের ৬ মন্ত্রী এবং ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটের লড়াইয়ে। আজ লোকসভার স্পিকার ওম বিড়লার আসনেও ভোট হবে। রবীন্দ্র ভাটি, পাপ্পু যাদবের মতো প্রবীণ নির্দলরাও এই পর্বে মাঠে রয়েছেন।
আজ ১৩ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোট৷ এই পর্বে ১৫ কোটি ৮৮ লাখ ভোটার রয়েছেন।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে। সেই তালিকায় রয়েছেন রাহুল গাঁধী, শশী তারুর, হেমা মালিনী, অরুণ গোভিল। বাংলায় এদিন ভোটের ময়দানে ভাগ্যপরীক্ষা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
আজ দ্বিতীয় দফায় রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মধ্য়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৬০ হাজার ৫৯৩ ভোটে হারিয়েছিলেন। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৩০টি। স্পর্শকাতর বুথ ২১০টি। রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রেক্ষাপট
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়। তার পরেই রয়েছে মণিপুর। কমিশনের দেওয়া তথ্য থেকে জানা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৭৭.৫৩ শতাংশ, মণিপুরে ৭৬.০৬ শতাংশ, ছত্তিশগড়ে ৭২ শতাংশ, পশ্চিমবঙ্গে ৭১.৮৪ শতাংশ, অসমে ৭০.৬৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২ শতাংশ,কেরলে ৬৩.৯৭, কর্নাটকে ৬৩.০৯, রাজস্থানে ৫৯.১৯, মধ্যপ্রদেশ ৫৪.৮৩, মহারাষ্ট্রে ৫৩.৫১, বিহারে ৫৩.০৩ ও উত্তরপ্রদেশে ৫২.৭৪।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -