নয়াদিল্লি : যদি কোনও প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হয় তাহলে তাতে পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু, যখন এটা পারস্পরিক সম্মতিতে হবে তখন তাতে 'নাক গলানো হবে না'। সোমবার একথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কিন্তু, কেন উঠছে এই প্রসঙ্গ ? কারণ, বিজেপির সুরাতের প্রার্থী মুকেশ দালালকে কমিশনের জয়ী ঘোষণা নিয়ে প্রশ্ন করা হয়। সুরাতের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন খারিজ এবং অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের পর জয়ী ঘোষণা করা হয় বিজেপি প্রার্থীকে। 


সুরাতে বিজেপি প্রার্থীর জয়লাভ নিয়ে শোরগোল পড়ে গেছে। কংগ্রেস অভিযোগ জানিয়েছে, গুজরাতের শাসক দল বিজেপি প্রভাব খাটিয়ে এবং চাপ দিয়ে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। অনেকে বলেছেন, কোনও কেন্দ্রে ভোট না করানোটা ভোটারের অধিকার লঙ্ঘন। কারণ, সংশ্লিষ্ট ভোটার NOTA বেছে নিতে পারেন। 


এই পরিস্থিতিতে ভোট গণনার আগে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়, কোনও প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা কি ২০১৩ সালের সুপ্রিম কোর্টের NOTA সংক্রান্ত রায়ের লঙ্ঘন ? 


সুপ্রিম কোর্ট যুগান্তকারী রায়ে জানায়, গণতন্ত্র বাঁচিয়ে রাখতে, সবথেকে ভাল মানুষটিকে জনগণের প্রতিনিধি বেছে নিতে হবে। যাতে দেশে সুপ্রশাসন থাকে। সবথেকে বেশি নৈতিক মূল্যবোধ যাঁর আছে তাঁর মাধ্যমেই সেটা সম্ভব। তাঁকে ইতিবাচক ভোটের মাধ্যমে নির্বাচনে জিততে হবে। একটা প্রাণবন্ত গণতন্ত্রে, ভোটারকে অবশ্যই None of the Above বা NOTA বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। যা রাজনৈতিক দলগুলিকে ভাল প্রার্থী বেছে নিতে বাধ্য করবে। 


এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়, সেই নিয়মে কোনও সংশোধনী আনা হবে কি না। যাতে কোনও প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা না করা হয়। NOTA-য় ভোট দেওয়ার অধিকার রয়েছে মানুষের।


এই প্রশ্নের উত্তরে কমিশন প্রত্যেক আসনেই ভোট করাতে চায় বলে জানান রাজীব কুমার। তিনি বলেন, 'প্রার্থীরা যদি মনোনয়ন প্রত্যাহার করে নিতে চান আমরা কী করব ? যদি তাঁদের চাপ দেওয়া হয় বা তালাবন্দি করে রাখা হয় বা জোর করা হয়, সেখানে আমাদের ভূমিকা রয়েছে। কিন্তু, কেউ যদি নিজের ইচ্ছায় তা করেন, তাহলে আমি কী করতে পারি ?'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।