কলকাতা: পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় (Suvendu Adhikari and Hiran Chatterjee On HC )। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ দুই পদ্ম-নেতার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর।


গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ।


অমিত শা-র সভার আগের দিন কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি হানা নিয়ে ধুন্ধুমার। ঘাটালের সভা না করেই কোলাঘাটে হাজির হন শুভেন্দু। অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল পুলিশ, দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু। কোলাঘাট থানার OC ও তমলুকের সার্কল ইন্সপেক্টরকে সাসপেন্ড করার দাবি জানান তিনি। কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী, সমর্থকরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির খোঁজে অভিযান। এই নিয়ে আজই আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের।


আরও পড়ুন, অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা ২ BJP নেতাকে 'হেনস্থা'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।