লিসবন: ইউরো কাপের (Euro Cup 2024) জন্য ঘোষিত হয়ে গেল ২৬ সদস্যের পর্তুগাল ফুটবল দল (Portugal Football Team)। সুযোগ পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাতার বিশ্বকাপের দলে ছিলেন ২ বছর আগে। কিন্তু সেখানে তৎকালিন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টােস প্রত্যেক ম্য়াচে খেলাননি এই তারকা স্ট্রাইকারকে। বিশ্ব ফুটবলের অন্যতম মহীরুহকে কখনও কখনও পরিবর্ত হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। দলও ভাল পারফর্ম করতে পারেনি টুর্নামেন্টে। তবে বর্তমান কোচ রবার্তো মার্টিনেজ রোনাল্ডোকে উপেক্ষা করতে পারেননি। এমনকী দলে জায়গা করে নিয়েছেন ৪২ বছরের অভিজ্ঞ ডিফেন্ডার পেপেও।
জার্মানিতে আয়াজিত হতে চলা ইউরো কাপ আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে। সেই টুর্নামেন্টেই পর্তুগাল শিবির মাঠে নামতে চলেছে রোনাল্ডো ও পেপের অভিজ্ঞতাকে সঙ্গী করে। আসন্ন ইউরো কাপের জন্য সাতজন ফরোয়ার্ড দিয়ে দল সাজিয়েছেন মার্টিনেজ। জাতীয় দলে ফের সুযোগ পাওয়ার পর রোনাল্ডো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ''আমি গর্বিত পর্তুগালের জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করতে পেরে। ইউরো কাপে খেলার জন্য তৈরি আমরা।''
এখও পর্যন্ত দেশের জার্সিতে ২০৬টি ম্য়াচ খেলেছেন রোনাল্ডো। ১২৮টি গোল করেছেন। বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক তিনি। আসন্ন ইউরো কাপ রোনাল্ডোর কেরিয়ারের ১১ তম বড় টুর্নামেন্ট হতে চলেছে। এমনকী এটাই হয়ত শেষ ইউরো কাপও হতে চলেছে ৩৯ বছরের এই স্ট্রাইকারের। সেক্ষেত্রে নিঃসন্দেহে নিজের ১০০ শতাংশ দিতে মরিয়া থাকবেন পর্তুগিজ তারকা।
ইউরো কাপের মূলপর্বের ম্য়াচ খেলার আগে প্রীতি ম্য়াচ খেলবে পর্তুগাল দল। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও আয়ারল্য়ান্ড। রোনাল্ডোরা ইউরোর গ্রুপ পর্বে খেলবে চেচিয়া, জর্জিয়া ও তুরস্কের বিরুদ্ধে।
একনজরে পর্তুগালের ইউরো দল
গোলরক্ষক: জোসে সা, রুই পেত্রিসিও, দিয়েগো কোস্তা
ডিফেন্ডার: গঞ্জালো ইনাসিও, জোয়াও ক্যান্সালো, নেলসেন সেমেদা, নুনো মেন্দেজ, পেপে, রুবেন দিয়াজ, ডানিলো পেরেইরা, আন্তোনিও সিলভা, ডালোট
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, জোয়াও পলিনিয়া, ভিটিনিয়া, ওটাভিও মন্টেইরো, রুবেন নেভেস
স্ট্রাইকার: দিয়েগো জটা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বার্নার্ডো সিলভা, গঞ্জালো রামোজ, জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও, পেদ্রো নেটো, ফ্রান্সিসকো কনসেকাও