কলকাতা : দলনেত্রীর ঘোষণা মতোই রাজ্যের ৪২টি আসনেই আজ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কয়েকদিন আগেও দাবি করেছিলেন, আসন ভাগাভাগি নিয়ে দুই দলের আলোচনা চলছে। তার পরেও আজ তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার জেরে রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোটের সব সম্ভাবনায় কার্যত জল ঢালা গেল। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার সরব হল কংগ্রেস। 


কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "কংগ্রেস বারবার ইচ্ছাপ্রকাশ করেছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে সম্মান রেখে জোট করার। জাতীয় কংগ্রেস সবসময় চেয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোনও সমঝোতায় আসুক দুই দল, একতরফা ঘোষণা করে নয়। কংগ্রেস সবসময় চেয়েছে I.N.D.I.A ব্লক একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক।"