খড়গ্রাম: মুর্শিদাবাদের খড়গ্রামে নির্বাচনী জনসভা (Khargram election rally) করতে গিয়ে বিজেপি (BJP) ও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রচুর বকেয়া টাকা রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। বলছে তৃণমূল চুরি করেছে। যা বলছে তার প্রমাণ দিক। এখনও পর্যন্ত দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে ৩৫০টি টিম পাঠিয়েছে। কিন্তু, তারা কোনও প্রমাণ দেখাতে পারেনি। আমরা দাবি জানালেও এখনও পর্যন্ত কোনও শ্বেতপত্র প্রকাশ করেনি। এদিকে দিল্লি সব টাকা আটকে রেখেছে। আমরা জানতে চাই ১০০ দিনের টাকা গেল কোথায়? তাই বলব বিজেপিকে হাটাও দেশকে বাঁচাও।"
বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,"যদি বিজেপিকে হারাতে চান, সংবিধানকে বাঁচাতে চান, বিনা পয়সায় রেশনে চাল ও আটা সহ অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের যা সুবিধা রয়েছে তা নিতে চান তাহলে দেশ থেকে বিজেপিকে তাড়ান। ওরা তিন বছর ধরে রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে। তাই আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এর ফলে এই রাজ্যের শ্রমিকরা যাদের জব কার্ড রয়েছে তাঁরা বছরে নূন্যতম ৫০ দিন কাজ দেওয়া হবে। ওরা ক্ষমতায় এলে লক্ষ্ণীর ভাণ্ডার তুলে দেব বলে উল্লেখ করেছে। আমি জঙ্গিপুর ও মুর্শিদাবাদের মা-বোনদের বলব ভোটে এর যোগ্য জবাব দিন। বিজেপিকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিন। আমি সিপিএমের কাছে প্রচুর মার খেয়েছি। সমস্ত গিটে গিটে আমাকে মেরেছে ওরা। আমি এখন জিন্দা লাশের মতো বেঁচে আছি।"
গেরুয়া শিবির ও কলকাতা হাইকোর্টকে তোপ দেখে মমতা আরও বলেন, "প্রমাণ দেখান তৃণমূল চুরি করেছে। আমি তো অনেকদিন আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। ওদের সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। দু-একটা কেসে ভুল থাকলে আমরা সংশোধন করে নিতাম। তা বলে ২৫ হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়ে নেবে ? আমরা জানতে চাই মধ্যপ্রদেশের ব্যাপমের রেজাল্ট কী হল ? ওখানে তো যাঁরা তদন্ত করতে গেছিলেন সবাই খুন হয়ে গেছিলেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।