উত্তর ২৪ পরগনা: ছাপ্পা ভোটের অভিযোগে, তৃণমূলের এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথের ঘটনা। প্রতিবাদে তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ দেখাল নেতা-কর্মীরা। এই বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। 


ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূলের এজেন্ট। সেই গ্রেফতারির প্রতিবাদে আবার তৃণমূল নেতাদের ঘিরেই বিক্ষোভ দেখাল দলের নেতা কর্মীরা!


ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভা কেন্দ্রের আওতাধীন দেগঙ্গা বিধানসভার কদম্বগাছিতে। এদিকে যে বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে, সেই বুথেই সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন।


ধৃতের স্ত্রীর দাবি, 'তাঁকে ভোটের দিনই অ্য়ারেস্ট করা হল। বুথের ভিতর ছিল। কমপ্লিট হয়ে গেছে ভোট। তারপরে উনি যখন বের হয়েছে, ২ সাইডে হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলেছে। কেন? কী কারণে? সে কী করেছে? তারা বলছে, সে ছাপ্পা মেরেছে। সে ছাপ্পা মেরেছে? সেখানে অনেক লোক ছিল। প্রমাণ দেখাক। ভিডিও ফুটেজ দেখাক। সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে'


শনিবার বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে,তৃণমূলের এজেন্ট, জাকির হোসেনের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। অ্য়াসিস্ট্য়ান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। 


বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছির ওই ৬১ নম্বর বুথেই সোমবার পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 


এদিকে রবিবার তৃণমূল নেতারা এলাকায় পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এক তৃণমূল কর্মী বলেন, 'আমার ছেলেকে ৬টা পর্যন্ত ভোটের ডিউটি, ভোট হয়ে গেছে। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনও ঝক্কি-ঝামেলা ISF, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কোনও ঝামেলা কিছু হয়নি। ৬টা হয়ে গেছে.....ওরা বের হচ্ছে ওদের দু'জনকে তুলে নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে দিদির কাছে ফোন করা হল। দিদি বলে ঠিক আছে আমি দেখছি। স্য়র আছে স্য়রকে ফোন করলাম বলল ৯টার মধ্য়ে ছেড়ে দিচ্ছি। কাল থেকে এই পর্যন্ত ছাড়ছে না।'


রবিবার ছাপ্পা ভোটের অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। বারাসাত ১ নম্বর ব্লকের সভাপতি ঈশা হক সর্দার বলেন, 'প্রিসাইডিং অফিসারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার। এখাবে সাধারণ লোক কোনও অভিযোগ করেনি।' বারাসাতের বিজেপি নেতা কাশেম আলি বলেন, 'রিগিং ছাপ্পা করতে গিয়ে তৃণমূলের হার্মাদ বাহিনী গ্রেফতার হয়েছে। ওরা চাল, ত্রিপল, শিক্ষা চুরি করত। ভোটও চুরি করছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?