কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর ঠিক তার আগেই প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, আসানসোল থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিংহ। 

ভোজপুরি গায়ক হলেন আসানসোলের BJP প্রার্থী

এদিকে লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেতেই বিজেপি প্রার্থী পবন সিংহকে আক্রমণ করেছে তৃণমূল। বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বলেছেন, 'একদিকে মোদি, শুভেন্দু বাংলার মহিলাদের সম্মানের কথা বলছেন। আরেক দিকে বাঙালি মহিলাদের নিয়ে পবনের কুরুচিকর মিউজিক ভিডিও।' মূলত পবন সিংহকে প্রার্থী করতেই সোশ্যালে মুখ খুলেছেন বাবুলসুপ্রিয়ও। কটাক্ষ করে এই জন্য আসানসোলবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে হ্যাঁ শিল্পী হিসাবে তাঁর সম্বন্ধে কোনও কথা বলেননি। কিন্তু তার গানের পোস্টারকে দেখিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা। বলেন,' এই পোস্টারগুলিই সত্যি কথা বলছে।' 

লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হলেন কারা ? দেখুন একনজরে 

 আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাবালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকমালদা দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীমালদা উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মুমুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষবহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহাবাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকারবিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁবোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহাকাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীরানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারহুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোযাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি  বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরঘাটাল: বিজেপি প্রার্থী হিরণআসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহহাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

লোকসভা ভোটে অন্যান্য রাজনৈতিক দলগুলির আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। তৃতীয় বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাতের গাঁধীনগর থেকেই দাঁড়াচ্ছেন। মোটি ৩৪ জন মন্ত্রীর নাম ঠাঁই পেয়েছে প্রার্থী তালিকায়। রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। এছাড়া ২৮ জন মহিলা। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। ৫১ জন উত্তরপ্রদেশের, ২০ জন পশ্চিমবঙ্গের এবং দিল্লির পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন, মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল

টিকিটের তালিকায় কারা ?

ত্রিপুরা থেকে টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

মথুরা থেকে লড়বেন হেমা মালিনি।

মধ্যপ্রদেশের গুণা থেকে টিকিট পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

লখিমপুর খেরি থেকে ফের টিকিট দেওয়া হল অজয় মিশ্র টেনিকে।

লখনউ থেকে লড়বেন রাজনাথ সিংহ।

ফতেপুর থেকে টিকিট পেলেন নিরঞ্জন জ্যোতি।

অমেঠি থেকেই লড়বেন স্মৃতি ইরানি।

গোরক্ষপুর থেকে টিকিট পেলেন রবি কিষাণ।