দক্ষিণ দিনাজপুর: ২৬ এপ্রিল লোকসভা ভোটের (Lok Sabha Election)দ্বিতীয় দফা। তার আগেই এদিন কুশমণ্ডীতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সভার সময় চূড়ান্ত বিশৃঙ্খলা।  মঞ্চে উপস্থিত ছিলেন দেব। আর তাঁর সামনেই  তৃণমূল কর্মীরা (TMC Worker) নিজেদের মধ্যে সবুজ রঙের চেয়ার ছোড়াছুড়ি করা শুরু করেন। যদিও জানা গিয়েছে, দেবকে দেখার জন্যই এই উন্মাদনা। মূলত, বসার জায়গা নিয়েই চেয়ার ছোড়াছুড়ি হয়েছে।


ব্যাতিক্রমী ছবি


তৃণমূলের নেতা-নেত্রীদের সামনে জয় শ্রীরাম স্লোগান এবং তা ঘিরে বাব-বিবাদ-উত্তেজনা-বিতর্ক নতুন নয়। তবে ভোটের মধ্য়ে এর উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার। সৌজন্য়ে তৃণমূল সাংসদ দেব। তৃণমূল প্রার্থীর প্রচারে মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছোন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ। তৃণমূল প্রার্থী এবং অভিনেতা দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। তাতে মোটেই ক্ষুন্ন হননি দেব। বরং ব্যাতিক্রমী ছবি দেখতে পাওয়া যায়।


'ভালোবাসায় কী না হয়, রাম তো সবার'


যিনি স্লোগান দিয়েছেন, এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন দেব। 'ভালোবাসায় কী না হয়, রাম তো সবার', প্রতিক্রিয়া দেবের। রায়গঞ্জে আজ তৃণমূল প্রার্থীর হয়ে রোড-শো-এ অংশ নেন দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, আমার মনে হয় ঠিক আছে। দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কী মানে আছে? দেব জানে, কীভাবে পুরো ব্য়াপারটা হ্য়ান্ডল করতে হয়। আমার মনে হয়,সবকিছু রাগ, অভিমান দিয়ে হয় না। কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েই হয়ে যায়। যেটা দেখতেও পেলে। 


সম্প্রতি রামনবমীর দিন দেবের মুখেও শোনা গেছিল জয় শ্রীরাম স্লোগান


সম্প্রতি রামনবমীর দিন দেবের মুখেও শোনা গেছিল জয় শ্রীরাম স্লোগান। এবার জয় শ্রীরাম স্লোগান শুনেও হাসিমুখেই দেখা গেল দেবকে।দেব বলেন, ঠিক আছে। উনি বিজেপি কর্মী নন, উনি আমার ভারতবাসী। তাঁর সবচেয়ে বড় পরিচয়, উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে গেছি। আমরা হিনদু-মুসলিম, TMC-BJP, গরিব-বড়লোক এভাবে মানে, ওদেরও দোষ নয়। বড় বড় নেতারাই এভাবে বিভাজন করে। আমি সেই বিভাজনে বিশ্বাস করি না। সবই ভারতীয়। আমরা চাই, যেই জিতুক না কেন, ভারত দেশটা যেন উন্নতি করে। 


এর আগে ভাটপাড়ায় মুখ্য়মন্ত্রীর কনভয় লক্ষ্য় করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ।ভিক্টোরিয়ায় নেতাজি সংক্রান্ত অনুষ্ঠানে নরেন্দ্র মোদির উপস্থিতিতে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাষণ চলাকালীন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল।এদিন দেবের সামনে জয় শ্রীরাম স্লোগানে অবশ্য় কোনও বিতর্কই তৈরি হল না।এদিন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে কুশমন্ডিতে যান দেব। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।


আরও পড়ুন, যাঁরা রায়টা দিলেন, নিজের ছেলেমেয়ের চাকরি চলে গেলে কি করতেন ? প্রশ্ন মমতার


 দেব বলেন, 'আমার অনেকগুলো বনধুবান্ধব আছে যারা বিজেপিতে আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্তদা। আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দা কে শুভেচ্ছা... এই মন থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল ,কে জিতবে কে হারবে ৪ তারিখ দেখে নেব।' ২০১৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেব। এবার জিতলে লোকসভায় হ্য়াটট্রিক। তবে সেই সঙ্গে সৌজন্য়ের নজিরও তৈরি করে চলেছেন তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।