নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মনিপুর, কেরল-সহ একাধিক রাজ্যে বিভিন্ন আসনে চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত কোন রাজ্যে ভোটদানের ছবিটা কেমন?
ANI রিপোর্ট সূত্রের খবর, সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরাতে ভোটদানের হার বেশ ভাল। ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) অনুযায়ী সেখানে ভোট পড়েছে ১৬.৬৫ শতাংশ।
অন্যদিকে সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal Vote Percentage) ভোটদানের হার ১৫.৬৮ শতাংশ, মনিপুরে ১৫.৪৯ শতাংশ এবং ছত্তীসগঢ়ে ১৫.৪২ শতাংশ। ভোটের এই হারের ছবি অবশ্য দেখা যায়নি মহারাষ্ট্রে। সেখানে ভোটদানের হার কম- মাত্র ৭.৪৫ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় দফায় কোন রাজ্যে ভোটদানের হার কত?
অসম: ৯.৭১ শতাংশ
বিহার: ৯.৮৪ শতাংশ
জম্মু ও কাশ্মীর:১০.৩৯ শতাংশ
কর্নাটক: ৯.২১ শতাংশ
কেরল: ১১.৯৮ শতাংশ
মধ্যপ্রদেশ: ১৩.৮২ শতাংশ
রাজস্থান: ১১.৭৭ শতাংশ
উত্তর প্রদেশ: ১১.৬৭ শতাংশ
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সামগ্রিক ভোটদানের হার ছিল ৬৭ শতাংশ।
দ্বিতীয় দফায় মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রবল তাপপ্রবাহের জন্য বেশ কিছু পোলিং বুথে ভোটগ্রহণের সময়সীমা সন্ধে ৬টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিহারের বাঁকে, মাধেপুর, খাগারিয়া এবং মুঙ্গের আসনের জন্য এই নিয়ম করা হয়েছে।
এরই মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। সেই আসনে বহুজন সমাজবাদী পার্টির এক প্রার্থী মারা গিয়েছেন। সেই পিছিয়ে গিয়েছে ভোট।
১৯ এপ্রিল প্রথম দফার ভোটে মোট ১০২টি আসনে ভোট হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবার প্রথম ভোট দিতে চলেছেন ৩৪.৮ লক্ষ নাগরিক। ২০ থেকে ২৯ বছরের বয়সসীমার মধ্যে ভোটারের সংখ্যা ৩.২৮ কোটি।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কল্যাণের কথায় নামতে হয় প্রচার গাড়ি থেকে, কী প্রতিক্রিয়া কাঞ্চনের?