উত্তর দিনাজপুর: আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ। এদিকে ভোট শুরু হতে না হতেই রায়গঞ্জে তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। ১৩২ নম্বর বুথে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ। এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন (EC)। 


ভোট শুরুর পরপরই ভুরিভুরি অভিযোগ


 ভোট শুরুর পরপরই এদিন সকাল থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে। এর মধ্যে বারবার নাম উঠে আসছে বালুরঘাটের। এই কেন্দ্রের তপনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। দেখতে গেলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা, বাধাদানের অভিযোগ। গো ব্যাক স্লোগান তৃণমূলের। এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।


কমিশনে ৬০টি অভিযোগ দায়ের তৃণমূলের


আইসি-র বিরুদ্ধে অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। রিপোর্ট চাইল কমিশন (Election Commission)। উনিই উত্তেজনা ছড়িয়েছেন, অভিযোগ তৃণমূলের। রিপোর্ট চাইল কমিশন। গঙ্গারামপুর, ইটাহারে বিজেপির এজেন্ট-সমর্থকদের বাধাদান, ভয় দেখানো হচ্ছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। পাশাপাশি ভোটের শুরুর পর বালুরঘাট-রায়গঞ্জ মিলিয়ে নির্বাচন কমিশনে ৬০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। 


যদিও কড়া নিরাপত্তা বালুরঘাটে


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে
গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির
বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন।বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন, নিশানায় বাহিনী, ভোট শুরুর ১ ঘণ্টাতেই কমিশনে ৬০টি অভিযোগ দায়ের TMC-র


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।