কলকাতা : তীব্র গরম। আর তার সঙ্গেই বাড়ছে ভোট উত্তাপ। লোকসভা ভোট (Lok Sabha Election 2024) যত শেষের দিকে এগোচ্ছে, উত্তেজনার পারদ যেন তত বাড়ছে। তা সে এ রাজ্যেই হোক বা দেশের অন্য প্রান্তে। ভোটের ময়দানে কোনও দল অপর দলকে এক চুলও ছাড়তে রাজি নয়। এই আবহে আজ, সোমবার ২০ মে আয়োজিত হতে চলেছে পঞ্চম দফার লোকসভা ভোট। এই দফায় রাজ্যের ৭টি কেন্দ্র-সহ মোট ৪৯টি আসনে রয়েছে ভোট। অমেঠী ও রায়বরেলির মতো আসনে প্রেস্টিজফাইট রয়েছে এই পঞ্চম দফাতেই। সবমিলিয়ে ৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ করা হবে। 


পঞ্চম দফায় এ রাজ্যে কোথায় কোথায় ভোট ?


পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ করা হবে। সেই কেন্দ্রগুলি হল- হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুর। 


এছাড়া বিহারের ৭টি আসনে, ঝাড়খণ্ডে ৩টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ রয়েছে।  


পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থী কারা ?



  • অমেঠী- স্মৃতি ইরানি (বিজেপি) ও কিশোরী লাল শর্মা (কংগ্রেস)

  • রায়বরেলি- রাহুল গান্ধী (কংগ্রেস)

  • লখনউ- রাজনাথ সিং (বিজেপি)

  • হাজিপুর- চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি- রামবিলাস)

  • মুম্বই উত্তর- পীযূষ গয়াল (বিজেপি)

  • বারামুল্লা - ওমর আবদুল্লা (JK ন্যাশনাল কনফারেন্স)

  • হুগলি- লকেট চট্টোপাধ্যায় (বিজেপি)

  • শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)


এরাজ্যের ৭ কেন্দ্রে মূল প্রার্থীরা-



  • ১. হুগলি - লকেট চট্টোপাধ্যায় (বিজেপি), রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) ও মনোদীপ ঘোষ (সিপিএম)

  • ২. শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), দীপ্সিতা ধর (সিপিএম প্রার্থী) ও কবীরশঙ্কর বসু (বিজেপি প্রার্থী)

  • ৩. আরামবাগ- মিতালী বাগ (তৃণমূল প্রার্থী), বিপ্লব কুমার মৈত্র (সিপিএম) ও অরূপ কান্তি দিগর (বিজেপি)

  • ৪. হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রথীন চক্রবর্তী (বিজেপি) ও সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)

  • ৫. উলুবেড়িয়া- সাজদা আহমেদ (তৃণমূল কংগ্রেস), আজহার মল্লিক (কংগ্রেস), অরূণউদয় পালচৌধুরী (বিজেপি)

  • ৬. বনগাঁ- প্রদীপ কুমার বিশ্বাস (কংগ্রেস), বিশ্বজিৎ দাস (কংগ্রেস) ও শান্তনু ঠাকুর (বিজেপি)

  • ৭. ব্যারাকপুর - অর্জুন সিংস (বিজেপি), পার্থ ভৌমিক (তৃণমূল কংগ্রেস) ও দেবদূত ঘোষ (সিপিএম)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।