Lok Sabha Election 5th Phase Live: 'ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, '৫ দফার ভোটেই পরাস্ত ইন্ডিয়া জোট, 'দাবি মোদির

Loksabha Election 2024 : জেলা থেকে জেলা এবং দেশের প্রতিটি কোণে এই মুহূর্তে কী কী গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।

ABP Ananda Last Updated: 20 May 2024 07:21 PM

প্রেক্ষাপট

কলকাতা:  'মুসলিমদেরও সংরক্ষণ দিতে চায় কংগ্রেস, আমার কাছে ভিডিও আছে'। জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রীর ধনেখালিতে ধুন্ধুমার। লকেটকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। গোলমালের মধ্যেই হাজির হন শাসকদলের ধনিয়াখালির বিধায়ক...More

WB News Live Updates: শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের জন্য তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। রামকৃষ্ণ মিশনের জমি দখলের জন্য তাণ্ডব দুষ্কৃতীদের, তীব্র উত্তেজনা শিলিগুড়িতে

রামকৃষ্ণ মিশনের জমি দখলের জন্য তাণ্ডব দুষ্কৃতীদের, তীব্র উত্তেজনা শিলিগুড়িতে। শিলিগুড়ির সেবক রোডে রবিবারের ভোরে দুষ্কৃতী হামলা চালিয়ে আবাসিক-সন্ন্যাসীদের মেরে প্রায় ২ একরের জমি জবরদখল করা হয় বলে অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছ়ড়িয়েছে।