Lok Sabha Election 5th Phase Live: 'ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, '৫ দফার ভোটেই পরাস্ত ইন্ডিয়া জোট, 'দাবি মোদির
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা এবং দেশের প্রতিটি কোণে এই মুহূর্তে কী কী গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
রামকৃষ্ণ মিশনের জমি দখলের জন্য তাণ্ডব দুষ্কৃতীদের, তীব্র উত্তেজনা শিলিগুড়িতে। শিলিগুড়ির সেবক রোডে রবিবারের ভোরে দুষ্কৃতী হামলা চালিয়ে আবাসিক-সন্ন্যাসীদের মেরে প্রায় ২ একরের জমি জবরদখল করা হয় বলে অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছ়ড়িয়েছে।
পঞ্চম দফার ভোটেও ঝরল রক্ত। কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাওড়ার উনসানিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে আক্রান্ত গেরুয়া সমর্থক।
এবারের ভোটার তালিকা থেকে নাম বাদ গেল মমতা বন্দ্যোপাধ্যার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। এবার হাওড়া থেকে ভোট দেওয়ার জন্য নাম ট্রান্সফারের আবেদন করেছিলেন তিনি। কিন্তু, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ভোট দিতে পারেননি বাবুন। কেন নাম বাদ পড়ল বুঝতে পারছি না। প্রতিক্রিয়া বাবুনের।
বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ (এসসি) লোকসভায় ভোট পড়েছ ৭৫.৭৩ শতাংস, ব্যারাকপুর ৬৮. ৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮.৮৪, উলুবেড়িয়া ৭৪.৩০ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ,হুগলিতে ৭৪.১৭ শতাশ ও আারামবাগে ভোট পড়েছে ৭৬.৮। বিকেল পাঁচটা পর্যন্ত বঙ্গের লোকসভা ভোটের গড়ে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ।
ধনেখালির পর চন্দননগর, ফের লকেটকে ঘিরে বিক্ষোভ। চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধায় ১৭৮ থেকে ১৭৯ নম্বর বুধে যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এমনকী জুতো হাতেও তাঁকে তাড়া করেন তৃণমূলের কর্মীর।
চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় মহিলারা। তাঁর কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিজেপির পাল্টা স্লোদান দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়।
বিকাল তিনটে পর্যন্ত বনগাঁ (এসি) লোকসভা আসনে ভোট পড়েছে ৬১.৮৩ শতংশ। ব্যারাকপুরে পড়েছেষ ৫৫.৩৪ শতাংশ, হাওড়ায় তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৫১ শতাংশ। উলুবেড়িয়া পড়েছে ৬৬.৪৫ শতাংস, শ্রীরামপুরে পড়েছে ৬৩.০৫ শতাংশ,হুগলিতে ৬৫.০১ শতাংশ ও আরামবাগে (এসি) ৬২.১৭ শতাংশ। লোকসভা ভোটের পঞ্চম দফায় তিনটি জেলার সাতটি কেন্দ্র গড় ভোটের হার ৬২.৭২ শতাংশ
ব্যারাকপুরে তৃণমূলের বিক্ষাভের মুখে পড়লনে বিজেপির প্রাথী অর্জুন সিং।
ধনেখালির পর চন্দননগর, ফের লকেটকে ঘিরে বিক্ষোভ। চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে
ভোটের মধ্যেই ধনেখালিতে 'চোর-ডাকাত' তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।
উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর। উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী।
হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান।
ভোট সারলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা।
পঞ্চম দফার ভোটে রক্ত ঝরল হাওড়ায়। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উনসানি। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারপিট। রক্তাক্ত বিজেপি সমর্থক।
টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ। ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। অর্জুন সিংহ বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতিও হয়।
হাওড়ার সালকিয়ায় আবাসনের গেটে তালা দিয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। নিরাপত্তারক্ষীকেও গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ।
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার- ৪৮ শতাংশ
বনগাঁ - ৪৪%
ব্যারাকপুর - ৪২%
হাওড়া - ৪৫%
উলুবেড়িয়া - ৫৩%
শ্রীরামপুর - ৪৮%
হুগলি - ৫১%
আরামবাগ - ৫৫%
ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
হাওড়া লোকসভার বেলুড়ে সোহনলাল গার্লস স্কুলের ১৫০নম্বর বুথে তৃণমূল এজেন্টের আপত্তিতে একঘণ্টা বন্ধ থাকল ভোটগ্রহণ। তৃণমূল এজেন্ট অভিযোগ করেন, ভোটের হিসেবে গরমিল হচ্ছে EVM-এ। প্রিসাইডিং অফিসারও স্বীকার করেন। এরপরই বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। বুথের বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। যদিও নির্বাচন কমিশন ভোট বন্ধ রাখা যাবে না বলে জানালে একঘণ্টা পর ফের শুরু হয় ভোটগ্রহণ।
উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ।
ফের মমতার নিশানায় কার্তিক মহারাজ। 'এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। বিজেপির প্রতীক বুকে লাগিয়ে বাইরে আসুন। এ রাজ্যে তৃণমূলের এজেন্ট বসতে দেবে না, তা হবে না', বললেন মমতা ।
হাওড়ার ডোমজুড়ে আক্রান্ত সিপিএম, মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ
ধনেখালিতে তৃণমূলের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে চোর, গো ব্যাক স্লোগান। পাল্টা বুথ জ্যামের অভিযোগ লকেট চট্টোপাধ্যায়।
ব্যারাকপুর লোকসভার আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক পুলিশের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
এটা গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। প্রত্যেকের ভোট দেওয়া উচিত। যদি আপনি ভোট না দেন, তাহলে আপনার কোনও অধিকার নেই অভিযোগ করার, ভোট দিয়ে বেরিয়ে বললেন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী।
সারা দেশে সকাল ১১ টা অবধি কোথায় পড়ল কত ভোট ? দেখুন একনজরে।
/p>
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৩ শতাংশ।
সকাল ১১
বনগাঁ: ৩২%
ব্যারাকপুর: ৩০%
হাওড়া: ৩১%
উলুবেড়িয়া: ৩৪%
শ্রীরামপুর: ৩২%
হুগলি: ৩৪%
আরামবাগ: ৩৬%
উলুবেড়িয়ার পর হুগলির জাঙ্গিপাড়া। আরও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। ল্যাম্প পোস্টে বেঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেধড়ক মার। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ
উত্তর হাওড়ার গোলমোহর এলাকায় উত্তেজনা। শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের এনে বুথ জ্যাম করার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়া করে সরিয়ে দেয়।
ব্যারাকপুর লোকসভার আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক পুলিশের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনীকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়ার পাঁচলায় সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর। ঘটনাস্থলে সিপিএম প্রার্থী।
গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। 'যাঁরা ছাপ্পা ভোট দিচ্ছে পুলিশ সাইরেন বাজিয়ে তাঁদের সতর্ক করে দিচ্ছে',বিজেপির এজেন্টকেও ভয় দেখানো হচ্ছে, অভিযো শান্তনু ঠাকুরের। গয়েশপুরেই সকালে আক্রান্ত হন বিজেপি নেতা। রাস্তায় ফেলে মারধর করা হয় শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে।
ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে। শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে আসা বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলা ভোটারদের নিরাপত্তার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৭ কেন্দ্রে ভোট পড়ল ১৫ শতাংশ।
বনগাঁ: ভোট পড়ল ১৫%
ব্যারাকপুর: ভোট পড়ল ১৫%
হাওড়া: ভোট পড়ল ১৫%
উলুবেড়িয়া: ভোট পড়ল ১৭%
শ্রীরামপুর: ভোট পড়ল ১৪%
হুগলি: ভোট পড়ল ১৪%
আরামবাগ: ভোট পড়ল ১৬%
লখনউ লোকসভা নির্বাচনে ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ।
আরামবাগের বালিয়ায় আক্রান্ত তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ধারাল অস্ত্রের আঘাতে আহত ৩ তৃণমূল কর্মী। হামলা-যোগ অস্বীকার বিজেপির।
ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।
ভোট দেওয়াটা এটা আমাদের বড় দায়িত্বের মধ্যে পড়ে, ভোট দিলেন অভিনেতা রাজকুমার রাও।
বনগাঁ কেন্দ্রের স্বরূপনগরে বিজেপির উপর হামলা। ৪ বিজেপি কর্মীকে বেধড়ক মার, ফাটল মাথা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।
হাওড়ার লিলুয়ায় দুঘন্টা পরেও শুরু হল না ভোটদান পর্ব
নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়।ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী।
তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভইযোগ তৃণমূলের।
হাওড়ায় সিপিএম এজেন্টকে ভয় দেখিয়ে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে পৌঁছলেন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন সিপিএম প্রার্থী।
উলুবেড়িয়া হাইস্কুলে ভোট দিতে গিয়ে প্রায় একঘণ্টা দাঁড়িয়ে উলুবেড়িয়া লোকসভার বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী। ২২১ নম্বর বুথে EVM খারাপ থাকায় বিপত্তি, দ্রুত পৌঁছে যান সেক্টর অফিসার, জানাল নির্বাচন কমিশন। আমাকে আটকে রাখার চেষ্টা, ষড়যন্ত্রের অভিযোগ তুললেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। বুথের বাইরে লম্বা লাইন, অসন্তুষ্ট ভোটাররাও।
আমি চাই, ভারত আরও উন্নতির শিখরে উঠুক, আরও উন্নয়ন হোক, ভোট দিয়ে বেরিয়ে বললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয়কুমার।
ভোট দিয়ে বের হলেন অভিনেতা ফারহান আখতার এবং পরিচালক জোয়া আখতার।
ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে।
ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে।
সকাল সকাল ভোট সারলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।
তিনটি বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল। আমি বলব তৃণমূলকে এই খেলাটা না খেলতে নাহলে অনেক সমস্যা হবে। হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অর্জুন সিংহের।
আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। রাজনাথ, স্মৃতি ইরানি, রাহুল গাঁধীদের ভাগ্য নির্ধারণ।
মুম্বাইয়ে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানি।
ভোটের আগে আরামবাগে অশান্তি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়।আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী।
খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান । আক্রান্ত রাজহাটি ১ নম্বর অঞ্চলের উপপ্রধান তপন বাগ। তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
প্রেক্ষাপট
কলকাতা: 'মুসলিমদেরও সংরক্ষণ দিতে চায় কংগ্রেস, আমার কাছে ভিডিও আছে'। জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রীর
ধনেখালিতে ধুন্ধুমার। লকেটকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। গোলমালের মধ্যেই হাজির হন শাসকদলের ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। দুপক্ষেরই গান ও পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়াল স্থানীয় এলাকায়।
আজ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। রাজনাথ, স্মৃতি ইরানি, রাহুল গাঁধীদের ভাগ্য নির্ধারণ। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার (CM Mamata Banerjee)। পাল্টা নিশানা মোদির। খড়গপুরে হোটেলে প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার, দাবি পুলিশ সূত্রে। আটক বিজেপি নেতা। টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি, বিকোবে না বাংলার মানুষ, আক্রমণে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -