কলকাতা: ভোটগ্রহণ প্রক্রিয়া একেবারে ত্রুটিবিহীন হবে, সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন ভারতের নির্বাচন কমিশন (Election commission of India)। ভোটগণনা নিয়ে একাধিক দাবি উঠেছিল- ভুয়ো তথ্য় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার বিরোধিতার করেন মুখ্য নির্বাচন কমিশন। (Lok Sabha Election Result)


বহু সংখ্যায়  RO-দের প্রভাবিত করা হয়েছে বলে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল। যদি সম্ভব হয় কারা করেছে জানালে পদক্ষেপ নেওয়া হবে। জানালেন ECI. এভাবে এতজনকে প্রভাবিত করা যায় কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।  গণনা (Election related mandatory ones) নিয়ে রাজনৈতিক দলগুলির দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার (ECI)।


কী কী মেনে চলা হয়েছে?
ইভিএম-এর ব়্যান্ডমাইজেশন করা হয়েছে।  
পোলিং স্টেশনে ইভিএম-এর ইউনিক নম্বর দেওয়া হয়েছে।
PS-থেকে গোটা ভোটগ্রহণ প্রক্রিয়া দেখা হয়েছে
ফর্ম ১৭-সি-এর কপি পোলিং স্টেশনে রাখা হয়েছিল
ইভিএম সিল করা হয়েছিল, পেপার সিল ব্যবহার হচ্ছে
ভোটের দিন রাতে স্ট্রং রুম সিল করা হয়েছে
ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, CAPF রয়েছে
24x7 সিসিটিভি ক্যামেরায় নজর রাখা হয়েছে
অবজার্ভাররা দেখেছেন গোটা বিষয়টি
প্রতি টেবলে গণনার মাইক্রো অবজার্ভার থাকছেন।


কী কী করার পরামর্শ?
১. ইভিএমের Unique ID খতিয়ে দেখতে হবে। গোলাপি পেপার সিল ও সবুজ পেপার সিল ঠিক আছে কিনা তা দেখতে হবে।
২. ইভিএমের Total বাটন ব্যবহার করে দেখে নিতে হবে ওই মেশিনে মোট কত ভোট পড়েছে।
৩. ফর্ম ১৭সি- এর সঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে
৪. ইভিএম-এ ভোটগ্রহণ শুরু এবং ভোটগ্রহণ শেষের সময় ও তারিখ দেখে নিতে হবে।


কীভাবে গণনা করা হবে?
১. Result বাটন ব্য়বহার করে গণনার এজেন্ট দেখে নেবেন
২. প্রতি রাউন্ড গণনার শেষে ফর্ম ২০ অবজার্ভাররা সই করবেন
৩. RO/ARO টেবিলে গণনার এজেন্ট থাকবেন
৪. RO/ARO প্রতি রাউন্ডের শেষে ফল ঘোষণা করবেন
৫. প্রার্থীকে এবং মিডিয়া রুমে ওই তথ্যের কপি পাঠানো হবে
৬. পোস্টাল ব্যালট কাউন্টিং টেবিলে গণনার এজেন্ট থাকবেন
৭. কোনও পোস্টাল ব্যালট (Postal Ballot) বাতিল করা হলে, যদি জয়ের ব্যবধানের থেকে বাতিল পোস্টাল ব্য়ালটের সংখ্যা বেশি হয়। তাহলে RO সেই বাতিল ব্যালট নতুন করে চেক করবেন।  
৮. 5 VVPAT এর স্লিপ গণনা করা হবে
৯. গোটা প্রক্রিয়ার সবকিছুই সিসিটিভির নজরবন্দি থাকবে। 
১০. RO/DEO/CEO প্রার্থীদের ব্রিফ করবেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লাফ সেনসেক্সে, ঊর্ধ্বগতি নিফটিতেও! আজ কোন কোন স্টকে রকেটগতি?