মুর্শিদাবাদ: ভোটের ফল প্রকাশের আগে মুর্শিদাবাদে ফের বোমার ছড়াছড়ি (Bomb Rescue in Murshidabad)। পরপর ২ দিন রানিনগরে (Raninagar) উদ্ধার হল ব্য়াগ ও বস্তা বোঝাই সকেট বোমা।
গতকাল রাতে রানিনগরের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পাটের জমিতে প্লাস্টিকের জার এবং বস্তার মধ্যে তাজা সকেট বোমা দেখে আতঙ্ক ছড়ায়। এলাকা ঘিরে ফেলে পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার আগেও বোমা উদ্ধার হয়েছিল মুর্শিদাবাদে। এবার সাগরপাড়া থানার পোল্লাগাড়ি এলাকায় এক গ্রামবাসীর বাড়ির উঠোনে মিলল একটি সকেট বোমা। বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেবার বাড়ির বাসিন্দারা। কে বা কারা এভাবে বাড়ির উঠোনে বোমা রেখে গেল, তদন্তে নেমেছিল
সাগরপাড়া থানার পুলিশ।
ভোটের আগে মথুরাপুর লোকসভার কাকদ্বীপে ISF সমর্থকের বন্ধ ঘরেও উঠেছিল বিস্ফোরণের অভিযোগ। তৃণমূল নেতাদের খুনের পরিকল্পনা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক হারাচ্ছে বুঝতে পেরে তৃণমূল হামলা করছে বলে পাল্টা দাবি ISF-এর। বিকট শব্দে কেঁপে উঠেছিল কাকদ্বীপের ঢোলাহাটের ডোবারচক গ্রামের বাসিন্দা হোসেন শেখের বাড়ি। সেই সময় তালাবন্ধ ছিল তাঁর ঘর। গ্রামবাসীরা ছুটে এসে বুঝতে পেরেছিলেন বিস্ফোরণ হয়েছে ঘরের ভিতর।
আরও পড়ুন, ভোটে সন্দেশখালিতে 'পুলিশের ওপর হামলায়' গ্রেফতার ৫ BJP কর্মী
হোসেন শেখ ISF সমর্থক। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছেড়ে ISF-এ যোগদান করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় ISF। স্থানীয় সূত্রে দাবি, এর আগেও বেশ কয়েকবার হোসেন শেখের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে বাড়ির সামনে CC ক্য়ামেরাও-ও বসিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এখন কর্মসূত্রে বাইরে থাকেন হোসেন শেখ। তিনি বাইরে থাকলে গ্রামে তালা বন্ধই থাকত তাঁর ঘর। পাশের ঘরেই থাকেন তাঁর ছেলে ও বৌমা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের সময় বাড়ি ছিলেন না তাঁরা। ঘটনার পর থেকে আর বাড়ি ফেরেননি দুজনে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।