অমেঠী : আগেরবার মান রক্ষা হয়নি। অমেঠী কেন্দ্রে শোচনীয় হার হয়েছিল রাহুল গান্ধীর। প্রায় ৫৫ হাজার ভোটে জিতেছিলেন স্মৃতি ইরানি। এবার আর এখান থেকে প্রার্থী হননি রাহুল । তিনি কেরলের ওয়েনাড় ও উত্তরপ্রদেশের রায়বরেলিতে প্রার্থী হয়েছেন। যা নিয়ে কম খোঁচা দেয়নি বিজেপি তাঁকে। অমেঠীতে কংগ্রেস প্রার্থী করে গান্ধী-পরিবারেরই ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মাকে। সেই অস্ত্রেই এবার মাত দিতে চলেছে তারা। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে, জয়ের পথে কংগ্রেস প্রার্থী। অর্থাৎ, গান্ধী-পরিবারের গড় পুনরুদ্ধারের পথে কংগ্রেস। স্বভাবতই উচ্ছ্বাস শিবিরে। এনিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন কেএল শর্মা। তিনি বললেন, 'এটা গান্ধী পরিবারের জয়। অমেঠীর মানুষের জয়।'