যাদবপুর: এ রাজ্যে দলীয় সমীক্ষায় যে দু-তিনটি আসনে জয়ের স্বপ্ন দেখেছিল বাম শিবির, তার মধ্যে অন্যতম ছিল যাদবপুর লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্রে প্রার্থী চয়নেও বিচক্ষণতা দেখিয়েছিল সিপিএম। কংগ্রেসের সমর্থনে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharyya)। বামেদের এই প্রজন্মের অন্যতম সেরা মুখ। ছাত্র রাজনীতির হাত ধরে যাঁর উত্থান। মনে করা হয়েছিল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)-কে কড়া টক্কর দেবেন সৃজন।


কিন্তু মঙ্গলবার ভোটগণনার দিন বদলে গেল ছবি। বামেদের স্বপ্ন মুখ থুবড়ে পড়ল। গণনা এখনও চলছে। তাই ফল ঘোষণার এখনও দেরি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যা অঙ্ক, তাতে সায়নী ঘোষের ঝড়। অন্যদিকে সৃজন দ্বিতীয় নয়, নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।


দুপুর পৌনে দুটোর সময় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লাইভ আপডেট অনুযায়ী, সায়নী ঘোষের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩০ হাজার ৯৯১। ২ লক্ষ ৮ হাজার ৩৪৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন এখনও পর্যন্ত পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৭৫ ভোট।


যাদবপুর কেন্দ্রে মোট ১৬ জন প্রার্থী লড়াই করছেন। যদিও লড়াইটা মূলত ত্রিমুখী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh), বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজনের মধ্যে। সেই লড়াইয়ে এখনও পর্যন্ত যা আপডেট, তাতে সায়নীর ধারেকাছেও নেই সৃজন।


যাদবপুর কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্রেই ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে হেভিওয়েট বাম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে গোটা দেশের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায় রচিত হয়েছিল যাদবপুরের মাটিতেই। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। এবার এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে তৃণমূল কংগ্রেসের দাপটই বজায় থাকছে। 


সরাসরি দেখুন ভোটের খবর



অন্যদিকে, মথুরাপুরেও তৃণমূল কংগ্রেসের দাপ। এখনও পর্যন্ত পরিসংখ্যান বলছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার ২ লক্ষ ৬০ হাজার ৩২২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক পুরকাইত ১ লক্ষ ৮৪ হাজার ৯৪০ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ২৮ হাজার ২৪৩ ভোট পেয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।