নয়াদিল্লি : 'আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকর চল পড়েঙ্গে জি...।' নরেন্দ্র মোদির সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া যত এগোচ্ছে, তত স্পষ্ট হচ্ছে যে, বিজেপি নেতৃত্ব বিশেষ করে মোদি-শাহরা যে সংখ্যক আসনের দাবি করেছিলেন, তত সংখ্যক পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ২০১৬ সালে করা মোদির মন্তব্য নিয়ে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। Lok Sabha Election 2024


২০১৬ সালে ৩ ডিসেম্বর মোরাদাবাদে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদি বলেছিলেন, 'ওরা আমার কী করবে ? না না বলুন, ওরা আমার কী করবে ? আমি ফকির মানুষ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব।'


সেই মন্তব্য টেনেই ভোট গণনা প্রক্রিয়ার মাঝেই জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বিদায়ী প্রধানমন্ত্রী আপনি কি আপনার এই মন্তব্য স্মরণ করতে পারছেন ? সময় এসে গেছে। ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে যাত্রা শুরু করে দিন।'