ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের অন্যতম লোকসভা কেন্দ্র হল ঘাটাল। তৃণমূলের প্রার্থী পদে এবার সেখানে হিরণের বিপরীতে লড়ছেন দেব। চোদ্দয় বামেদের ঘাঁটি নড়িয়ে দিয়েছিলেন তিনিই। উনিশেও সেই ধারা বজায় রাখেন। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে গণনা। গণনা শুরু হওয়ার প্রথম ১ ঘণ্টায় পাওয়া শেষ অবধি খবরে জানা গিয়েছে, এগিয়ে রয়েছেন দেব (TMC Candidate Deepak Adhikary Dev )।
ঘাটালে রাজনৈতিক রঙের বদল আসে দেবের হাত ধরেই
রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ঘাটালে, ২০১৪ সালে রাজনৈতিক রঙের বদল আসে দেবের হাত ধরেই। তাই প্রশ্নটা এখনও জিইয়ে রয়েছে, যে এবার এই কেন্দ্র থেকে কে শেষ হাসি হাসবে। কমিশনের ভোট ঘোষণার আগে দেবের রাজনীতিতে থাকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে , লোকসভা নির্বাচনে শেষঅবধি ঘাটাল থেকে তৃণমূলের হয়েই প্রার্থী পদে দাঁড়ান। আর ঘাটাল মাস্টার প্ল্যানকে টেনে আনেন মূল ফোকাসে।
ভোটের আগে রীতিমত খোশমেজাজেই দেখতে পাওয়া যায় তৃণমূল প্রার্থী দেবকেও
ঘাটালে লোকসভা নির্বাচন হয়েছিল গত মাসের ২৫ তারিখ। ভোটের আগে রীতিমত খোশমেজাজেই দেখতে পাওয়া যায় তৃণমূল প্রার্থী দেবকেও। ভোটের কিছুটা আগে বিমানবন্দরে দেবের উপস্থিতিতে জয় শ্রীরাম স্লোগান ওঠে। এদিকে স্লোগানের পর একটুও ক্ষোভ প্রকাশ না করে বরং স্লোগান দেওয়া ওই বিজেপি সমর্থককে তিনি আলিঙ্গন করেন।
ভোটের শুভেচ্ছাও জানান ঘাটালের তৃণমূল প্রার্থী দেব
বলাইবাহুল্য এহেন ব্যবহারে শিরোনামে চলে আসেন দেব। তার উপর হিরণের একটি ভিডিও আরও উসকে দেয়। যেখানে হিরণ সবে বলেন, 'কী ভাষায় বলব বুঝতে পারছি না।' পাশ থেকে এক প্রৌঢ় বলেন, 'বাংলায় বলুন।' আর এহেন মন্তব্য ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আর সেই ব্যাক্তিকে সঙ্গে নিয়ে ছবি পৌস্ট করে ভোটের শুভেচ্ছাও জানান দেব।
আরও পড়ুন, ১০০ শতাংশ আশাবাদী, জিতব : BJP প্রার্থী সুকান্ত মজুমদার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।