ঝাড়গ্রাম : গণনা শুরু পর থেকে ক্রমশ ব্যবাধান বাড়ছিল তৃণমূল প্রার্থীর সঙ্গে বিরোধীদের। বেলা পেরোতেই তা বড় আকার ধারণ করে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বড়সড় ভোটের ব্যবধানে জয়ী হলেন এবার তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ( Jhargram TMC Candidate Kalipada Saren)। ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি ভোটে জয় আনলেন তিনি। কালীপদ সোরেন ভোট পেয়েছেন ৭ লক্ষ ৪৩ হাজার ৪৭৮। তিনি জয়ী হয়েছেন, ১ লক্ষ ৭৪ হাজার ৪৮ ভোটে।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে প্রার্থী পদে লড়ছেন প্রণত টুডু। তৃণমূলের টিকিটে এবার সেখানে দাঁড়িয়েছেন কালীপদ সরেন খেরওয়াল। ১৯৬২ সালে ঝাড়গ্রাম, লোকসভা হিসেবে নিজেকে প্রকাশ্যে আনে। সাতাত্তরের থেকেই ঝাড়গ্রাম বামেদের ঘাটি হিসেবেই পরিচিত ছিল। ২০১৪ সালে পট পরিবর্তন হয়। গত মাসের ২৫ তারিখ ছিল এই কেন্দ্রে ভোট। ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভার গড়বেতায় ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি করা হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এমন কি গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। তবে যাই হোক না কেন, অবশেষে অন্তিম লগ্নে এসে গিয়েবে কার পদাকা উড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন, কাঁথিতে ২৪ হাজারের বেশি ভোটে জয়ী শুভেন্দুর ভাই BJP প্রার্থী সৌমেন্দু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।