নদিয়া: ভোট মিটতেই চাপড়ায় 'খুন' তৃণমূল কর্মী (TMC Worker Murder Case)।  রাস্তার ধার থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। তৃণমূল কর্মীকে গুলি করে খুন, দাবি স্থানীয় নেতৃত্বের। কী কারণে খুন? তদন্তে চাপড়া থানার পুলিশ।


ভোট শেষ হতে না হতেই 'হিংসা' ঘটনা রাজ্যে


গত শনিবার লোকসভা ভোট সবে শেষ হয়েছে। গতকাল ভোটের ফল প্রকাশিত হয়েছে। আর এদিকে ভোট শেষ হতে না হতেই হিংসা ছড়াল নদিয়ার চোপড়ায়। চোপড়ায় রাস্তার ধার থেকে শাসকদলের এক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় ছড়িয়েছে 'হিংসা'। আক্রমণ চলেছে নানা এলাকায়।  বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে পাত্রসায়রে বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।


ভোট-পরবর্তী হিংসা


সম্প্রতি নদিয়ার কালীগঞ্জেও ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল বিজেপি কর্মীকে। মাথা কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।মৃতের নাম হাফিজুল শেখ। সন্ধে ৭টা নাগাদ বছর পঁয়ত্রিশের বিজেপি কর্মী বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন। অভিযোগ, সেইসময়ই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়েছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথায় কোপ মারা হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিজেপি কর্মীর। এরপর দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের দাবি, লোকসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন হাফিজুল, সেই আক্রোশেই খুন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, মৃতের নামে পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। তার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান।  


আরও পড়ুন, ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি 'ভাঙচুর', 'হামলা' বরানগরে..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।