লখনৌ : কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া। তার আগে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের একাধিক জেলায় জেলাশাসক এবং পুলিশ প্রশাসন বেআইনিভাবে বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রেখেছেন যাতে তাঁর গণনাপ্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না পারেন।


এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্ট করে এনিয়ে সরব হয়েছেন তিনি। পোস্টে এই ধরনের ঘটনা এখনই থামাতে এবং আটক ব্যক্তিদের এখনই ছেড়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের কনৌজ থেকে লড়াই করছেন তিনি।


 






প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, "যখন সব রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে কাজ করছে, সরকার বা প্রশাসনের এমন কোনও অনৈতিক কাজ করা উচিত নয় যাতে মানুষের মধ্যে রাগের সঞ্চার হয়। আশা করছি, পক্ষ নেওয়া এইসব জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের এখনই সরিয়ে দেওয়া হবে। ভোট গণনা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে।"


একদিকে বিজেপি নেতৃত্বাধীন NDA, তো অন্যদিকে কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সম্মিলিত মঞ্চ I.N.D.I.A জোট...কারা শেষমেশ শেষ হাসি হাসতে চলেছে জানা যাবে আজই। অধিকাংশ সংস্থারই বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। কিন্তু, দেশের মূল দু'টি দল বিজেপি ও কংগ্রেস এককভাবে কতগুলো আসন পাবে ? C VOTER সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্যও। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে ৩১৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৭৪টি আসন। এছাড়া শতাংশের বিচারে বিজেপি পেতে পারে ৩৮.৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ২১.৪ শতাংশ। তবে, বিজেপি ৪০০ পেরনোর কথা বললেও, সমীক্ষায় সেরকম কোনও ইঙ্গিত প্রায় মেলেনি বললেই চলে। অবশ্য, এবারের ভোটেও গেরুয়া শিবির নেতৃত্বাধীন NDA জোট দারুণ ফল করতে চলেছে বলে ইঙ্গিত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।