কলকাতা :দেশে কি ফের আসছে মোদি সরকার? নরেন্দ্র মোদির হ্যাটট্রিক? না কি শিকে ছিঁড়বে বিরোধীদের জোট 'INDIA'-র ভাগ্যে? মঙ্গলবার কার মঙ্গললাভ হবে? EVM খোলার পরই স্পষ্ট হবে এই প্রশ্নগুলোর উত্তর। ১৯ এপ্রিল থেকে পয়লা জুন অবধি ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এতগুলি কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। দিল্লির দরবারে কাকে চায় ভারত, তা জানা যাবে ৪ জুন। সকাল ৮ টায় শুরু হবে ভোট গণনা। সেই দিকেই তাকিয়ে এখন তারা ভারত। দিন ভর, প্রতি মুহূর্তে সারা ভারত থেকে সব কেন্দ্রের খবর আপনার সামনে আনবে এবিপি আনন্দ আর https://bengali.abplive.com//amp/amp


 গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে। কার দখলে দিল্লি দেখুন সকাল ৮ টা থেকে। এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র সঙ্গে। 


এবিপি নেটওয়ার্কের সর্বভারতীয় কভারেজ ও সেই সঙ্গে বাংলার ৪২ টি আসনের কোনায় কোনায় পৌঁছেছে এবিপি আনন্দর ক্যামেরা। প্রতি মুহূর্তের এগিয়ে যাওয়া - পিছিয়ে পড়া থেকে হেভিওয়েটদের ভোটমিটারে ওঠা-নামা , সবই উঠে আসবে বিভিন্ন প্রতিবেদকের প্রতিবেদনে। সেই সঙ্গে ভোট ফলাফলের পর সব জায়গা থেকে প্রতিক্রিয়ার ছবিও ধরা পড়বে আমাদের ক্যামেরায়। যা দেখা যাবে এবিপি আনন্দ চ্যানেলে। 



  • আর যাঁরা কাজের দিনে টিভির সামনে নেই, তাঁদের জন্য হাইভোল্টেজ ডে-র পুঙ্খানুপুঙ্খ কভারেজ থাকবে এবিপি আনন্দর ডিজিট্যাল প্ল্যাটফর্মে।

  • https://bengali.abplive.com//amp/amp - এ ক্লিক করে জানুন প্রতি মুহূর্তের আপডেট ও ফলাফলের বিশ্লষণ। নজর রাখুন নিচের লিঙ্কে ।

  • খোলা রাখুন এবিপি আনন্দের ফেসবুক পেজ। https://www.facebook.com/abpananda

  • আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও পাবেন ফলাফলের আপডেটেড খবর। https://www.instagram.com/abpanandatv/

  • X হ্যান্ডেলেও সরাসরি পান ভোটের ফলাফল। ক্লিক করুন : https://x.com/abpanandatv 







  • ইউটিউব লিঙ্কও দেওয়া রইল নিচে 


 


 


Special FD: ৬৬৬ দিনের বিশেষ স্কিম নিয়ে এল এই সরকারি ব্যাঙ্ক, আপানি পাবেন ৭.৯৫ শতাংশ সুদ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে           


 


১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দেশ জুড়ে মোট সাত দফায় চলল লোকসভা নির্বাচন ২০২৪।  আগামী ৫ বছরের জন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চলেছে, সেই সিদ্ধান্ত নিতেই দেশের কয়েক কোটি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যর-দেশ ভারতে লোকসভা নির্বাচন একটি বৃহৎ গণতান্ত্রিক কর্মযজ্ঞ। লোকসভার ৫৪৩ জন সাংসদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের মাধ্যমে।