কলকাতা: আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ। সারা দেশের একাধিক আসনে আজ ভোটগ্রহণ। তার মধ্যেই মধ্যপ্রদেশের একাধিক আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। তার আগে মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল। তাতে ছবি দেওয়া হয়েছে ২টি। তাতে যিনি রয়েছেন- পোস্টের পরেই তিনি ভাইরাল (Viral Post)। 


বৃহস্পতিবার নির্বাচন অফিস থেকে দুটি ছবি পোস্ট করা হয়েছে যাতে ইভিএম মেশিনের সঙ্গে দুই মহিলা ভোটকর্মীকে দেখা গিয়েছে। ওই পোস্টের সঙ্গে লেখা হয়েছে- 'কর্তব্য পথ পর বঢ়তে কদম..মতদান করনে চলে হাম'। সঙ্গে ছবি কালো চশমা পরা এক মহিলার। তিনি ভোটকর্মী। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া ভোটগ্রহণের অন্যতম দায়িত্ব সামলাবেন।


ভাইরাল হওয়া ওই পোস্টে যাঁর ছবি রয়েছে তিনি কে? এবিপি নিউজের একটি রিপোর্ট অনুযায়ী ওই মহিলা ভোটকর্মীর নাম সুশীলা কানেশ। তিনি মধ্যপ্রদেশ সরকারের অধীনে একজন গ্রেড থ্রি কর্মী। এখন ছিন্দওয়ারা জেলায় কর্মরত তিনি। এই নির্বাচনে তাঁর ভোটের কাজের দায়িত্ব পড়েছে। 


 






এবিপি নিউজের রিপোর্ট অনুযায়ী- সুশীলা কানেশ ছিন্দওয়াড়া লোকসভা কেন্দ্রে ১৬ নম্বরে দায়িত্ব পালন করছেন। রিপোর্ট অনুযায়ী, সুশীলা কানেশ বয়েজ আবাসিক হস্টেল হিন্দি মেইনবোর্ড- ২ নম্বর রুমে ভোটের দায়িত্ব সামলাবেন। তাঁর ছবি পোস্ট হতেই ভাইরাল।     


যদিও এই পোস্টের পরেই ব্যবহারকারীর নানা রকম কমেন্ট রেখেছেন। কেউ প্রশংসা করেছেন। কেউ আবার আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। কেন মহিলার ছবি দেওয়া হয়েছে, কেন পুরুষ ভোটকর্মীর ছবি দেওয়া হয়নি, এমন প্রশ্ন তোলা হয়েছে। কেউ আবার বলেছেন বহু ভোটকর্মী এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে বেছে বেছে কেন ওই মহিলা ভোটকর্মীর ছবি দেওয়া হয়েছে, সেই প্রশ্নই তোলা হয়েছে।         


লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Election 2024)- এর প্রথম দফার ভোট হচ্ছে ১৯ এপ্রিল শুক্রবার। শুক্রবার মধ্যপ্রদেশের সিধি, শাহদোল, জবলপুর, মান্ডলা, বালাঘাট এবং ছিন্দওয়ারা আসনেও ভোট হবে। এ জন্য ভোটগ্রহণকারী কর্মচারীদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক