কলকাতা: মমতাকে (CM Mamata Banerjee) কুরুচিকর ভাষায় আক্রমণ, দিলীপ-বচনে ক্ষুব্ধ বিজেপি (BJP)। 'এই ধরণের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী', বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নের্তৃত্বের শোকজ। 'এই ধরণের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি', নাড্ডার (JP Nadda) নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।
মূলত অভিযোগ, ভোটের প্রচারে গিয়ে বেলাগাম হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এরপরেই নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপের দাবি জানিয়েছে শাসকদল। কুরুচিকর, অবমাননাকর মন্তব্যের অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ পেয়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (EC)।
কমিশনে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন,বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি এই ইস্যুতে পদক্ষেপ করা জরুরী বলেও চিঠিতে জানানো হয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দিলীপের এই মন্তব্যের জেরে শুধুই আদর্শ আচরণবিধি ভঙ্গই হয়নি, দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্বের মর্যাদাহানি হয়েছে।
বুধবার সকালে দুঃখপ্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন, এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যাঁর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত ঝগড়া নেই। যাঁর সম্পর্কে আমার মনে কোনও ক্লেশ নেই কোনও ক্লেদ নেই, কোনও দুর্ভাবনাও নেই। উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে। অন্যরাও বলেছেন যে, অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত।'
আরও পড়ুন, বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন, বললেন..
কথায় বলে - ভাঙবেন, তবু মচকাবেন না।মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় ঘরে বাইরে সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ। বলেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তাঁরই পার্টির এক নেতা তাঁরই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক, দলের নেতার নামে তাঁর বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বলবে, গালাগালি দেবে কেন? শুভেনদু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই, তাঁর বাবার সম্মান নেই? কেবল মহিলা বলে একজন তাঁর সম্মানের প্রশ্ন উঠবে? সে যা ইচ্ছা বলতে পারে? কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে? আমি তারই প্রতিবাদ করেছিলাম। এ নিয়ে আর কিছু বলার নেই।