কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণার দিনেই কড়া বার্তা দিলেন রাজ্যপাল। বললেন, রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। ভোটের প্রথমদিন থেকে ময়দানে থাকব। হিংসা ও দুর্নীতি রোখাই প্রাথমিক লক্ষ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন সি ভি আনন্দ বোস।
কড়া বার্তা রাজ্যপালের: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনেই সন্ত্রাস রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। হুঁশিয়ারি দিয়ে বললেন, রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। বোমা-গুলি, রক্তপাত থেকে হত্যা, গত কয়েকবছরে বাংলার বহু নির্বাচনেই দেখা গেছে এই ছবি। ২০২৩-এর পঞ্চায়েত ভোট পর্বেও রাজনৈতিক হিংসায় মৃতের সংখ্য়া ৫০ ছাড়িয়েছিল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগের দিনও নদিয়ায় এক তৃণমূলকর্মী খুন হয়েছেন।এই প্রেক্ষাপটে ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই কড়া বার্তা দিয়েছেন সি ভি আনন্দ বোস। গতকাল রাজ্যপাল বলেন, “ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব। আমার কাছে দুটি বিষয় অগ্রাধিকার পাবে। হিংসা এবং দুর্নীতি রোখাই প্রাথমিক লক্ষ্য। ভ্রাম্য়মাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরব। সকাল ৬টা থেকে রাস্তায় নামব। সাধারণ মানুষ আমাকে সব জানাতে পারবেন। পঞ্চায়েত ভোটের আগেও বলেছি, বাংলায় রক্ত দিয়ে রাজনৈতিক হোলি আর হতে দেওয়া যাবে না।’’
রাজ্যপালের এই বার্তায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যপালকে অনুরোধ করব, এই ধরনের পাগলা দাশু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনও কাজ নেই। আগে তিনি সুকুমার রায়ের লেখা পাগলা দাশু পড়ুন। তারপর এ ধরনের মন্তব্য করবেন। রাজ্যপাল একটা জ্ঞানী-গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন। যদি কোনও ভগবান না করেন কোনও ইনসিডেন্ট...বিজেপি চেষ্টা করবে গন্ডগোল করতে, সিপিএম চেষ্টা করবে, তাতে তৃণমূল পা দেবে না। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে, কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে।’’
পঞ্চায়েত ভোটের সময়ও গ্রাউন্ড জিরোয় ছিলেন রাজ্যপাল। কখনও ভোটের আগে সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে পৌঁছে গেছিলেন। কখনও ভোট দেখতে পথে নেমেছিলেন। কখনও ভোট সন্ত্রাসে জখম রাজনৈতিক কর্মীকে দেখতে হাসপাতালে গেছিলেন। এমনকী, সরাসরি সন্ত্রাসের অভিযোগ শুনতে, রাজভবনে পিসরুমও খুলেছিলেন তিনি। এবার লোকসভা ভোটেও সন্ত্রাস রুখতে পথে নামতে চলেছেন বলে জানালেন তিনি। শনিবার নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য় নির্বাচন কমিশনারের মুখেও শোনা গেছে হিংসার প্রসঙ্গ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “ভোটে হিংসার কোনও জায়গা নেই। গাঁধীজি বলেছিলেন, হিংসায় যে সমাধান পাওয়া যায়, তা ক্ষণস্থায়ী। সব দলের কাছে আমাদের আর্জি হিংসা থেকে দূরে থাকুন।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।