নয়াদিল্লি: প্রচারের একেবারে গোড়া থেকেই ৪০০ আসন পার করার ডাক দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। যদিও বিরোধী শিবির সমীক্ষাকে গুরুত্ব দিতে রাজি নয়। সেই আবহেই মঙ্গলবার সকাল থেকে ভোটগণনা শুরু হয়েছে, তাতে ৩০০ ছুঁয়েও নেমে গিয়েছে বিজেপি। তাই প্রশ্ন উঠছে, তাদের ৪০০ পারের লক্ষ্য কি আদৌ পূরণ হবে? জবাব খুঁজতে গিয়ে উঠে আসছে চার দশক আগের আর এক লোকসভা নির্বাচনের প্রসঙ্গ। (Lok Sabha Elections 2024 Result)


বিজেপি ৪০০ আসন পাবে না বলে এখনও দৃঢ় বিশ্বাস কংগ্রেসের। চার দশক আগে যদিও তারাই ৪০০ পারের লক্ষ্য পূরণ করতে সফল হয়েছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীদের হাতে খুন হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। সেবছর জুন মাসে পঞ্জাবের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার অভিযান চলে, তারই প্রতিশোধ নিতে ইন্দিরাকে খুন করা হয়। (BJP 400 Mark Target)


ইন্দিরা হত্যার পর দেশে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়, যাতে ৩ হাজার ২৫০ শিখের হত্যা হয়। এর মধ্যে দিল্লিতেই শুধুমাত্র ২ হাজার ৮০০ শিখকে কচুকাটা করা হয় বলে পরিসংখ্যান সামনে আসে। কিন্তু সেই সময় ইন্দিরা-হত্যাকে ঘিরে মানুষের মনে যে সমবেদনা তৈরি হয়েছিল, তার পুরো লাভ পান রাজীব গাঁধী। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে ৫৪১টির মধ্যে ৪১৪টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হন রাজীব।


আরও পড়ুন: NDA vs I.N.D.I.A Battle: 'একেবারে কাঁটে কা টক্কর', NDA-I.N.D.I.A ২৬০ আসনে এগিয়ে, একচুলও জমি ছাড়ছেন না বিরোধীরা


সেবার লোকসভা নির্বাচনকে দুই ভাগে ভাগ করা হয়। ওই বছর ডিসেম্বর মাসে প্রথমে ভোট হয়। দ্বিতীয় দফা ভোট হয় পঞ্জাব এবং অসমে, ১৯৮৫ সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে। প্রথমে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইন্দিরা হত্যার পর দ্রুত ভোট করানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন নির্বাচন কমিশন।


সেই ভোটের ফল বেরোলে দেখা যায়, ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এগিয়ে কংগ্রেস। নয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রত্যেকটি আসনে জয়ী হয় কংগ্রেস। মধ্যপ্রদেশের ৪০টি, রাজস্থানের ২৫টি, হরিয়ানার ১০টি, দিল্লির সাতটি এবং হিমাচলপ্রদেশের চারটি আসনে জয়ী হয় তারা। অমেঠী তে ৮৩.৬৭ শতাংশ ভোট পান রাজীব।


১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৮.১২ শতাংশ। এখনও পর্যন্ত দেশের ইতিহাসে সেটাই সর্বোচ্চ রেকর্ড। ১৯৫৭ সালের লোকসভা নির্বাচনে ৪৭.৭৮ শতাংশ ভোট পেয়েছিল তারা। আজ পর্যন্ত ১৯৮৪ সালের কংগ্রেসের সেই রেকর্ড ছুঁতে পারেনি কোনও দল। ২০১৯ সালে বিজেপি ভোট পেয়েছিল ৩৭.৭ শতাংশ। ২০১৪ সালে তাদের প্রাপ্ত ভোটের হার ৩১ শতাংশ ছিল। তাই ২০২৪ সালে বিজেপি যখন ৪০০ পারের লক্ষ্যমাত্রা রাখে, সন্দেহ প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ১৯৮৪ সালে যে অভূতপূর্ব পরিস্থিতিতে ভোট হয়েছিল, ২০২৪ সালের সঙ্গে তার অনেক ফারাক বলে জানান তাঁরা। ৪০০ আসনের ধারেকাছেও বিজেপি পৌঁছতে পারে কি মা, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।