নয়াদিল্লি: একচুল জমিও ছাড়া যাবে না বলে শুরু থেকেই ডাক দিয়েছিলেন বিরোধীরা। মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন সকাল থেকে একেবারে 'কাঁটে কা টক্কর' চলছে বিজেপি নেতৃত্বাধীন NDA বনাম I.N.D.I.A জোটের মধ্যে। সকাল ৯টা বেজে ৪৯ মিনিটে NDA এবং I.N.D.I.A, দুই পক্ষই ২৬০ আসনে এগিয়ে ছিল। (NDA vs I.N.D.I.A Battle)


এদিন সকাল থেকেই রীতিমতো টক্কর চলছে NDA এবং I.N.D.I.A জোটের মধ্যে। নিজের কেন্দ্র বারাণসীতে পিছিয়ে পড়েছিলেন খোদ নরেন্দ্র মোদি। কংগ্রেসের অজয় রাই তাঁর থেকে এগিয়ে যান। বেলার দিকে যদিও বা মোদি আবার এগিয়ে যান, কিন্তু দু'জনের মধ্যে ব্যবধান ছিল ৫০০-রও কম। অর্থাৎ একচেটিয়া জয়ের যে স্বপ্ন দেখছিল বিজেপি, তা কিন্তু সফল হল না। (Lok Sabha Elections 2024)


এবছর লোকসভা নির্বাচনের গোড়া থেকেই ৪০০ পারের ডাক দিয়ে আসছিল বিজেপি। সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হতে সময় লাগেনি। ৪০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরলে, বিজেপি সংবিধান পাল্টে দিতে পারে বলে দাবি ওঠে। প্রকাশ্য়ে সেই দাবিতে সিলমোহরও দেন বিজেপি-র বেশ কয়েক জন শীর্ষ স্থানীয় নেতা। 


সেই ইস্যুকে সামনে রেখে মাঠে নেমে পড়েন বিরোধীরা। রাহুল গাঁধী থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকের মুখেই বারং বার সংবিধান রক্ষার কথা উঠে আসে। এমনকি প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাতেই যখন বিজেপি-র একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মেলে, সেই সময়ও নিজেদের অবস্থান ছিলেন বিরোধীরা। ৪০০ আসন বিজেপি পার করতে পারবে না বলে জানিয়ে দেন তাঁরা। 


শেষ পর্যন্ত ফলাফল যাই হোক না কেন, এদিন গোড়া থেকেই বিজেপি-কে কড়া টক্কর দিতে সক্ষম হন I.N.D.I.A জোটের নেতৃত্ব। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তো দূর, বেশ কিছু জায়গায় রীতিমতো হিমশিম খেতে হয় NDA-কে। উত্তরপ্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যে তাদের কড়া টক্কর দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত গণনা সম্পূর্ণ হয়নি যদিও। কিন্তু এবারে বিজেপি তথা NDA-র জয় সহজ হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও।  গণতন্ত্রে তেমনটাই কাম্য বলে মত তাঁদের, যেখানো বিরোধী শিবিরের জন্যও যথেষ্ট জায়গা থাকবে।


এখনও পর্যন্ত যা ট্রেন্ড, সেই অনুযায়ী, তৃতীয় বার হয়ত সরকার গড়ার প্রথম সুযোগ পাবে বিজেপি-ই। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যার জোর আগের মতো থাকবে না তাদের, গোড়া থেকেই যা লক্ষ্য ছিল বিরোধীদের। এতে সংসদে বিল পাসের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে সরকারকে। বিরোধীরাও নিজেদের মতামত জাননোর যথেষ্ট সুযোগ পাবেন।