কলকাতা: রংবাজির রাজনীতি বন্ধ হোক। উত্তর কলকাতার মানুষ দুষ্টের দমন, শিষ্টের পালন করবে। হুঁশিয়ারি দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। সতর্ক থাকতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসের অবকাশ নেই। কুণাল ঘোষের (Kunal Ghosh) সুর নরমে তৈরি হয়েছে নতুন জল্পনা।এদিন সুকিয়া স্ট্রিটে নিজের পাড়ায় দোল উৎসবে মাতলেন কুণাল ঘোষ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সকলের সঙ্গে মিলে আবির খেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাপসের হুঁশিয়ারির পাল্টা উত্তর দিয়ে বললেন, 'কলকাতা উত্তর কেন্দ্রে জিতবে তৃণমূলই। তাঁদের রংবাজি দরকার হয় না', দাবি কুণাল ঘোষের।


 এদিন কলকাতা উত্তর বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, 'রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তার তো কোনও বাধা নেই। রংবাজির রাজনীতি বন্ধ হোক। আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তাপস রায় নিজস্ব কোনও একটা অবস্থান থেকে তিনি বিজেপিতে গেছেন, সেটা সবাই জানে। ফলে তৃণমূলের আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও অবকাশ নেই। 
 
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কী হবে এবার? এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দু দশক ধরে তৃণমূল করা তাপস রায়কে। উল্টোদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। আর সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে যাঁর জটিল সমীকরণের কথা সবাই জানেন সেই কুণাল ঘোষের গলাতেই তাপস রায় সম্পর্ক ইঙ্গিতপূর্ণভাবে নরম সুর। দুষ্টের দমন শিষ্টের পালন বলছেন, নতুন রঙের উদয় হবে? প্রশ্নের উত্তরে তাপস রায় বলেন, সেটাই তো হওয়া উচিত। নতুন রঙের উদয়ই তো হওয়া উচিত এবং জগৎ পরিবর্তনশীল। বাংলার বুকে আজ যা অবস্থা, উত্তর কলকাতাও তো তার বাইরে নয়। সেখানকার মানুষের একটা চাহিদা আছে, যন্ত্রণা আছে। নিশ্চিতভাবে সেই চাহিদা থেকে, সেই যন্ত্রণার থেকে মুক্তির জন্য তারা দুষ্টের দমন, শিষ্টের পালন করবে। 


কুণাল ঘোষ বলেন, যে সব পকেট থেকে সুদীপবাবু আগেরবার বড় লিড নিয়েছিলেন, 'আশা করি লিডগুলি অব্যাহত থাকবে, কিন্তু যেহেতু এমন একজন প্রার্থী যিনি তৃণমূল পরিবার থেকে গেছেন এবং তৃণমূলের গ্রাসরুটের সঙ্গে তাঁর সুসম্পর্ক, ফলে তৃণমূলকে কিন্তু সতর্ক, আমরা সবাই খুব সতর্ক হয়ে আছি।' ২০০৯ সাল থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র টানা তৃণমূলের দখলে রয়েছে। তিনবারই জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, দিন কয়েক আগেও তৃণমূলে থাকাকালীন তাপস রায় ও কুণাল ঘোষ একযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন।


আরও পড়ুন, 'আতঙ্কে দেবশ্রীকে কলকাতা দক্ষিণে এনেছে BJP..', কটাক্ষ তৃণমূল প্রার্থী মালা রায়ের


কুণাল ঘোষ বলেন, বিজেপিটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাঁকে দেখতে পারতেন না, সে কাউন্সিলর হয়ে গেছে, সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। কতবড় অপদার্থ, তাঁর স্ত্রী হচ্ছে MLA, নয়না বন্দ্য়োপাধ্য়ায়। শেষমেশ অবশ্য কুণাল ঘোষ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে চায়ের আড্ডায় গেলেও, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন তাপস রায়। ৫ বারের বিধায়ক তাপস,গত ৬ মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কলকাতা উত্তরে সুদীপ বনাম তাপস। হেভিওয়েটদের লড়াইয়ে বদলাবে কলকাতা উত্তরের সমীকরণ? ১ জুন, শেষ দফায় ভোট হবে কলকাতা উত্তরে। জুনেই মিলবে সব জবাব।