শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: একুশের বিধানসভার (WB Assembly Election 2021) পর দলেরই একাংশকে  'কাঁকড়া' বলে আক্রমণ করেছিলেন জগদীশ বর্মা  বাসুনিয়া। বাইশ সালে একাধিক ইস্যুতে জেলা নের্তৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এখানেই শেষ নয়, উদয়ন গুহ (Udayan Guha) মন্ত্রী হওয়ার দিনে সোশ্যালে তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছিল। যদিও সেসব বাইশের প্রেক্ষাপট। চব্বিশে আবহ এখন অনেকটাই আলদা। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ডাউয়াগুরি হরিমন্দিরে (Dauaguri Hari Temple) পুজো দিয়ে আজকে ভোট প্রচার শুরু করলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা  বাসুনিয়া (TMC Candidate Jagadish Barma Basunia)। কিন্তু ভোট প্রচারে (Vote Campaign) গিয়ে তাঁকে বলতে শোনা গেল 'সবাই আমাকে ক্ষমা করে দেবেন ..', কিন্তু কেন ? 


আজ নাটাবাড়ি বিধানসভায় প্রচার শুরু করেন জগদীশ বর্মা  বাসুনিয়া। এদিন সকালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে ডাউয়াগুড়ি এলাকায় ভোট প্রচারে নামেন তিনি। তার আগে স্থানীয় হরি মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। পুজো দেওয়ার পর সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন জগদীশ বর্মা বাসুনিয়া।  হাতজোড় করে জানিয়েছেন, তিনি যদি কোনও ভুল করে থাকেন, তার জন্য মানুষ যেনও তাকে ক্ষমা করে দেওয়া হয়। জগদীশ বরমা বাসুনিয়ার কথায়, সবার সামনে ক্ষমা পার্থনা করে বলছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। সবাই আমাকে আশীর্বাদ করবেন। ভগবানের চরণে প্রণাম করে আমার যাত্রাপথ আজকে শুরু করছি।' কিন্তু প্রশ্নটা রয়েই গেল। যদিও যার উত্তর পরে দিলেন তিনি। 


 কপালে চন্দনের ফোঁটা নিয়ে জগদীশ বর্মা  বাসুনিয়ার সংযোজন, ' এটা আমরা যেকোনও কাজেই করি। ইষ্ট নাম স্মরণ করেই কাজ শুরু করি।যখন আমি ঘুম থেকে উঠি, তখনই আমার দিনটাকে ভগবানের কাছে উৎস্বর্গ করি।' তিনি এটা তাঁর বাবার কাছ থেকে শিখেছেন বলেই জানিয়েছেন। আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে কাজ করি, জীবনে চলার পথে, অনেকসময় অজান্তে ভুল হয়ে যায়। সেই ভুলের জন্যই ক্ষমা প্রার্থনা করেছি।'


আরও পড়ুন, রাজীব অপসারণে কমিশনকে নিশানা, 'সুপ্রিম' নজরদারিতে নির্বাচন চাইল TMC


মূলত অতীতে একাধিকবার তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।একটা সময় নিজের দলের একাংশকে নিয়ে তাঁকেই বলতে শোনা গিয়েছিল, 'আমার দলেই কিছু কাঁকড়া আছে। যে কাঁকড়াগুলি, তৃণমূল কংগ্রেসকে কোচবিহার জেলায়, সম্মানিত করার ক্ষেত্রে, প্রথম স্থান তৈরির ক্ষেত্রে প্রতিবন্দকতা তৈরি করছে।' বাইশে জেলা স্তরে দূরত্ব তৈরি হলেও, ২০২৪ এর নির্বাচনের বছরটা অন্য সমীকরণই তৈরি করল।