রঞ্জিত সাউ, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে পোস্তা, মাঝেরহাট সেতু-বিভ্রাটের স্মৃতি উস্কে গার্ডেনরিচে মৃত্যু মিছিল। বহুতল বিপর্যয়ের পর ইতিমধ্য়েই 'অবৈধ নির্মাণ' নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। উঠে এসেছে একের পর এক প্রশ্ন। 'পুকুর বুঝিয়ে বেআইনি বহুতল' নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা। শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। আজ গার্ডেনরিচ বহুতল বিপর্যয় নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
'মুখ্যমন্ত্রী গিয়ে ক্ষতিপূরণ দেবেন, আর সব বন্ধ হয়ে যাবে ..'
'পুকুর বুঝিয়ে বেআইনি বহুতল। ৪ ফুট রাস্তায় ৫ তলা বাড়ি! অভিযোগ করলেই খুনের হুমকি', বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'আগেও এরকম হয়েছে। কারণ এর পিছনে অনেক বড় শক্তি আছে। টাকা পয়সার ব্যাপার আছে না হলে ওরকম হয় কী করে ? বস্তির মাঝে যেখানে জায়গা পেয়েছে। পিলার তুলে বাড়ি করে দিচ্ছে। কী করে সম্ভব হয় এটা ? এখন তো ওই বাড়িতে লোক ছিল না। যদি কমপ্লিট হয়ে যেত এবং প্রচুর মানুষ বাস করা শুরু করত তাহলে কত বড় বিপর্যয় হত? উপর নিচ মিলিয়ে কতজনের প্রাণ যেত? কত এই ধরণের বাড়ি তৈরি হয়ে গিয়েছে। আর অপেক্ষার প্রহর গুনছে কখন দুর্ঘটনা ঘটে যায়। শুনে চিন্তা হয় কী চলছে এখানে ! এখন বলছে খোঁজখবর নিয়ে এই ধরনের কাজ বন্ধ করতে। কিন্তু নির্বাচন চলে গেলে সব বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে আশ্বাস দেবেন ! আর প্যানেলে গিয়ে ওদের লোকেরা বলবে মৃত্যু দুর্ভাগ্যজনক। গরম গরম কথা বলবেন। ক্ষতিপূরণ দেবেন। আর সব বন্ধ হয়ে যাবে। মানুষগুলো কি বাঁচবে না? '
আরও পড়ুন, আজ জ্বালানি সস্তা এই শহরগুলিতে, পেট্রোলের দর কত কলকাতায় ?
গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া দিলীপের ?
গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কাউন্সিলরকে আড়াল করে দায় এড়ানোর চেষ্টায় মেয়রের। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'সবাই তো আড়াল করার চেষ্টা করছে। কাউন্সিলার ডাকাতি কেসে আগে জেল খেটেছে। এমন মহান লোকেদের তৃণমূল টিকিট দিয়ে কাউন্সিলর করেছে। এমন ডাকাত লোক কীকরে কাউন্সিলর হতে পারে? এদের গায়ে কে হাত দেবে? শাহজাহান এর ক্ষেত্রে আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি। এখন তার ফল ভোগ করতে হচ্ছে সকলকে।'