নয়াদিল্লি : প্রতীক্ষার অবসান। অবশেষে দেশের ৫৪৩টি আসনে ক'দফায় লোকসভা ভোট হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। গতবারের মতোই মোট সাত দফায় হবে ভোট এবার। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধিও। 


একনজরে ভোটের সূচি-



  • ভোট শুরু ১৯ এপ্রিল

  • প্রথম দফা - ১৯ এপ্রিল

  • দ্বিতীয় দফা - ২৬ এপ্রিল

  • তৃতীয় দফা - ৭ মে

  • চতুর্থ দফা - ১৩ মে

  • পঞ্চম দফা- ২০ মে

  • ষষ্ঠ দফা- ২৫ মে

  • সপ্তম দফা - ১ জুন

  • গণনা ৪ জুন


রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট ?


১৯ এপ্রিল (প্রথম দফা) : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট


২৬ এপ্রিল (দ্বিতীয় দফা) : রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট 


৭ মে (তৃতীয় দফা) : মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর 


১৩ মে (চতুর্থ দফা) : বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম


২০ মে (পঞ্চম দফা) : শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ


২৫ মে (ষষ্ঠ দফা) : পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল


১ জুন (সপ্তম দফা) : কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর


পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বা কমিশনের ভাষায় 4M(Muscles, Money, Misinformation, MCC Violations-এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ ভোট ঘোষণার সময় একথাই জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। কমিশনার জানান, "আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ৮৫ বছরের বেশি বয়সি যেসব ভোটার রয়েছেন তাঁদের যেতে হবে না বুথে, বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এছাড়া প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। যেমন- পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। ভোট ঘিরে কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে" বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম-এসপিদের ব্যবস্থা নিতে বলেছে কমিশন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে