লোকসভা ভোটের দিন ঘোষণার আগে তুলে ধরা হল সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফা। ক্রমশ প্রকাশ্য একাধিক দফায়, এমনকী, রাজ্যের বিয়াল্লিশটা আসন ধরে ধরে সমীক্ষা। তবে মনে রাখতে হবে, এই সমীক্ষার সঙ্গে এবিপি আনন্দ-র এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই, জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনও জায়গা এখানে নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু তুলে ধরা হল। বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে।
- কোন ইস্য়ু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে?
কেন্দ্রীয় সরকারের জনকল্যাণ প্রকল্প ৩০ শতাংশ
রাহুল গাঁধীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি ২৭ শতাংশ
পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য হ্রাস ১৭ শতাংশ
এগুলির মধ্যে কোনওটাই নয় ১৫ শতাংশ
বলতে পারব না ১১ শতাংশ
- প্রধান ইস্য়ুগুলিতে মোদি সরকারকে কোণঠাসা করতে পেরেছে বিরোধীরা?
হ্যাঁ ৩৯ শতাংশ
না ৪৭ শতাংশ
বলতে পারব না ১৪ শতাংশ
- বিরোধী আসনে বিজেপি থাকলে সফলভাবে গুরুত্বপূর্ণ ইস্য়ুগুলো তারা তুলে ধরতে পারত?
হ্যাঁ ৫৭ শতাংশ
না ২৩ শতাংশ
বলতে পারব না ২০ শতাংশ
- মোদি সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট?
খুব সন্তুষ্ট ৩১ শতাংশ
মোটামুটি সন্তুষ্ট ৪০ শতাংশ
অসন্তুষ্ট ২৬ শতাংশ
বলতে পারব না ৩ শতাংশ
- প্রধানমন্ত্রীর পারফরম্য়ান্সে আপনি কতটা সন্তুষ্ট?
খুব সন্তুষ্ট ৪৪ শতাংশ
মোটামুটি সন্তুষ্ট ৩৫ শতাংশ
অসন্তুষ্ট ২০ শতাংশ
বলতে পারব না ১ শতাংশ
- মমতা-সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট?
খুব সন্তুষ্ট ২৭ শতাংশ
মোটামুটি সন্তুষ্ট ২৯ শতাংশ
অসন্তুষ্ট ৪৩ শতাংশ
বলতে পারব না ১ শতাংশ
- মুখ্য়মন্ত্রীর পারফরম্য়ান্সে আপনি কতটা সন্তুষ্ট?
খুব সন্তুষ্ট ৩২ শতাংশ
মোটামুটি সন্তুষ্ট ৩১ শতাংশ
অসন্তুষ্ট ৩৭ শতাংশ
- সন্দেশখালিকে জাতীয় ইস্য়ু করার চেষ্টায় বিজেপি সফল হবে?
হ্যাঁ ৪৪ শতাংশ
না ৩২ শতাংশ
বলতে পারব না ২৪ শতাংশ
- অমিত শাহ বলেছিলেন 'বাংলা-কেরল-ওড়িশায় জিতলে তবেই বিজেপির স্বর্ণযুগ এসেছে বলা যাবে'। এবারের লোকসভা ভোটে তা সম্ভব?
হ্যাঁ ৪০ শতাংশ
না ৩৯ শতাংশ
বলতে পারব না ২১ শতাংশ
- পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?
নরেন্দ্র মোদি ৬৩ শতাংশ
রাহুল গাঁধী ২৮ শতাংশ
কাউকে না ৪ শতাংশ
বলতে পারব না ৫ শতাংশ
- রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে লোকসভা ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে?
হ্যাঁ ৫৮ শতাংশ
না ৩১ শতাংশ
বলতে পারব না ১১ শতাংশ
- রাম মন্দিরের উদ্বোধনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের জেরে লোকসভা ভোটে কংগ্রেসের ক্ষতি হবে?
হ্যাঁ ৪৪ শতাংশ
না ৪০ শতাংশ
বলতে পারব না ১৬ শতাংশ
- প্রধানমন্ত্রী কিংবা মুখ্য়মন্ত্রীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত?
হ্যাঁ ৫২ শতাংশ
না ৩২ শতাংশ
বলতে পারব না ১৬ শতাংশ
- 'খাদ্য়-বস্ত্র-বাসস্থান' না 'রাম মন্দির', ভোটারদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
খাদ্য়-বস্ত্র-বাসস্থান ৫৫ শতাংশ
রাম মন্দির ১৫ শতাংশ
দুটোই গুরুত্বপূর্ণ ২৫ শতাংশ
অন্যান্য ৩ শতাংশ
বলতে পারব না ২ শতাংশ
- 'সব কা সাথ সব কা বিকাশ' স্লোগান সফলভাবে বাস্তবায়িত করতে পেরেছে মোদি সরকার?
হ্যাঁ ৫৫ শতাংশ
না ৩৪ শতাংশ
বলতে পারব না ১১ শতাংশ
- 'বিরোধীমুক্ত ভারত' না 'শক্তিশালী বিরোধী', মানুষ কী চায়?
বিরোধীমুক্ত ভারত ২৯ শতাংশ
শক্তিশালী বিরোধী ৫৫ শতাংশ
বলতে পারব না ১৬ শতাংশ
- ক্ষমতায় এলে কংগ্রেস কি তিরিশ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে পারবে?
হ্যাঁ ৩৭ শতাংশ
না ৫১ শতাংশ
বলতে পারব না ১২ শতাংশ
- রান্নার গ্য়াসের দাম কমানোর সুফল কি লোকসভা ভোটে বিজেপি পাবে?
হ্যাঁ ৪৯ শতাংশ
না ৩৩ শতাংশ
বলতে পারব না ১৮ শতাংশ
- লোকসভা ভোটের কথা মাথায় রেখেই কি এখন পেট্রোল-ডিজেল-রান্নার গ্য়াসের দাম কমানো হচ্ছে?
হ্যাঁ ৩৭ শতাংশ
না ৫১ শতাংশ
বলতে পারব না ১২ শতাংশ
- লোকসভা নির্বাচনের আগে 'ইলেক্টোরাল বন্ড'কে ইস্য়ু করে তুলতে পেরেছে বিরোধীরা?
হ্যাঁ ৩৩ শতাংশ
না ৩৯ শতাংশ
বলতে পারব না ২৮ শতাংশ
ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।