অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণনগর: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে CBI তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। এরই মধ্যে সোমবার রাজ্যে এলেন শাহ। বর্ণাঢ্য মেগা রোড শো করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে। সেখানে এসে এবিপি আনন্দ-এ মুখ খুললেন সন্দেশখালির ভিডিও নিয়ে।
ইতিমধ্য়েই, তাঁর মুখ ও কণ্ঠস্বর বিকৃত করার অভিযোগে CBI-এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়াল। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ কি সত্যিই বানানো? নেপথ্য়ে বিজেপির রাজনীতি? এতে অমিত শাহর সরাসরি জবাব, 'মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ। উনি আগে বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিন'। তৃণমূলের প্রকাশ করা ভিডিও এটুকুই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সন্দেশখালিকাণ্ড সামনে আসার পর শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, যা ঘিরে দিনের পর দিন তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকী শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কার্যত স্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জমি সংক্রান্ত অভিযোগ নিতে সন্দেশখালিতে ক্যাম্প পর্যন্ত করেছিল প্রশাসন। এরই মধ্যে নির্বাচনের মধ্যেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। অরূপের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে। এই ভিডিও ঘিরেই এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।
৩৫ এর টার্গেটে পৌঁছবে বিজেপি?
এর আগেও একাধিক বার বাংলায় এসে ৪২ এ ৩৫ এর টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন শাহ। ইতিমধ্যেই ৭ দফার দুই দফার ভোট হয়ে গিয়েছে। কীভাবে ৩৫ এর দিকে এগোচ্ছে বিজেপি? শাহের প্রত্যয়ী জবাব, বাংলায় ৩০ আসন তো পাচ্ছেনই। ৩৫ টিও পেয়ে যেতে পারে বিজেপি।
দুর্নীতি ইস্যুতে আক্রমণ শাহর
এছাড়াও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে শাহের বক্তব্য, 'রাজ্যে দুর্নীতি বড় ইস্যু। এখানে ৫১ কোটি দুর্নীতির টাকা মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে' এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে