সমীরণ পাল, বারাসাত: ছাপ্পা ভোটের (Loksabha Election 2024) অভিযোগে, তৃণমূলের এজেন্টকে (TMC Agent) গ্রেফতার করেছে পুলিশ। বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথের ঘটনা। এর প্রতিবাদে তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ  নেতা-কর্মীরা। এই বুথেই আজ পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। 


বিক্ষোভ কর্মী-সমর্থকদের: শনিবার বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে, তৃণমূলের এজেন্ট, জাকির হোসেনের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। অ্য়াসিসট্য়ান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছির ওই ৬১ নম্বর বুথেই সোমবার পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তাঁর স্ত্রী। উল্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর স্ত্রীর কথায়, ভোটের দিন গ্রেফতার করা হয়েছে। বুথের ভিতরেই ছিল। ভোট শেষ হয়ে যাওয়ার পর টানতে টানতে গাড়িতে তুলেছে। কে বলেছে ছাপ্পা মেরেছে? তাহলে প্রমাণ দেখাক। ভিডিও ফুটেজ দেখাতে হবে।'' রবিবার তৃণমূল নেতারা এলাকায় যান। সেখানে পৌঁছতেই বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকদের। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রবিবার ছাপ্পা ভোটের অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।


৭ দফার লোকসভা ভোট শনিবার শেষ হলেও বাংলায় ভোটের হাওয়ায় এখনও আতঙ্কের রেশ। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও বদলানো যায়নি ভোট হিংসার ছবিটা। সপ্তম ও শেষদফার ভোটের দিনই খুন হতে হয়েছে নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া-সহ বিভিন্ন এলাকায়। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এদিকে শেষ দফার ভোটের দিনই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র-সহ বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানান শুভেন্দু অধিকারী। শনিবার রাতেই রাজ্য বিজেপির তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতার সমস্ত বুথ, বজবজের ৫৮টি বুথ, মহেশতলার ৩৩টি, ডায়মন্ড হারবারের ৫১টি, বিষ্ণুপুরে ১৮টি, সাতগাছিয়ার ২০টি এবং মেটিয়াবুরুজের ১১টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি। এছাড়াও, মথুরাপুর লোকসভার সাগরের ৬টি বুথ, মগরাহাট পশ্চিমের ৫টি এবং কাকদ্বীপের একটি বুথে জানানো হয় পুনর্নির্বাচনের আবেদন। আজ, সোমবার বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024 : কালই লোকসভা ভোটের ফল ঘোষণা! কোথায় কত রাউন্ডের পর জানা যাবে রেজাল্ট?