সমীরণ পাল, খড়দা: ভোটের (Loksabha Election 2024) আগের দিন উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে মিলল সাদা থান। ঘটনাস্থল থেকে কালো প্লাস্টিকে মোড়া একটি জিনিসও উদ্ধার করেছে পুলিশ। তবে সেটি বোমা নয় বলে পুলিশ সূত্রে দাবি। চাঞ্চল্য়কর এই ঘটনায় তুঙ্গে উঠল তরজা। 


বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান: আগামীকাল, শনিবার সপ্তম তথা শেষ দফায় দমদম লোকসভা আসনে ভোট। তার কয়েক ঘণ্টা আগে এই কেন্দ্রের অন্তর্গত উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে পাওয়া গেল সাদা থান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়দার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া অঞ্চলে। খড়দা বিধানসভার ৭৭ নম্বর বুথের বিজেপির এজেন্ট পিন্টু পাল। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই ঘরের সামনে সাদা থান ও প্লাস্টিকে মোড়া একটি জিনিস পড়ে থাকতে দেখেন তিনি। কালো প্লাস্টিক ঘিরে এলাকায় বোমাতঙ্ক ছড়ায়। বিজেপির বুথ এজেন্টের স্ত্রী অপর্ণা পাল বলেন, "সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা সাদা থান একটা প্লাস্টিকে মোড়া কিছু একটা। বুঝতে পারছি না। হাত দেব কিনা না দেব সেটাও বুঝতে পারছিনা। সেইসব কালকে আগামী দিনে ভোট অত কিছু ঝামেলা না করে আমরা প্রশাসনকে ফোন করেছি, রহড়া থানায় ফোন করেছি।''


খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাদা থান ও কালো প্লাস্টিকে মোড়া বস্তু উদ্ধার করে নিয়ে যায় রহড়া থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, থানের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসটি বোমা নয়। এবিষয়ে বিজেপির বুথ এজেন্ট পিন্টু পাল বলেন, "যেহেতু আমি বুথ এজেন্ট, বুথ এজেন্ট বুথে যাতে না বসি সেটার বাধা একটা সৃষ্টি। ২০২১ সালের ভোটে আমি খড়দা বিধানসভার থেকে একই বুথের এজেন্ট ছিলাম। সেই বুথে আমরা সারা দিন বুথ পরিক্রমা করে আমাদের ভোট ঠিক মতো করিয়েছিলাম। তারা সারা দিন না পেরে আমাকে সন্ধেবেলা ২১ সালেই একইরকমভাবে আক্রমণ করে।  যেহেতু আমাদের লড়াই এই রাজ্যের এখন শাসক দল তৃণমূল। তৃণমূল ছাড়া আর কে করতে পারে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update:দু মিনিটের ঝড়ে ভাঙল দুশো গাছ, যান চলাচল ব্যাহত রাজ্য সড়কে