সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া:  রবিবারের সকালে পাণ্ডুয়া বিধানসভা এলাকায় প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের (Loksabaha Election 2024) তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।


একনজরে তৃণমূল প্রার্থীর প্রচারপর্ব: রবিবাসরীয় প্রচারে নেমেছে শাসক-বিরোধী সব দলই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রথমে সিমলাগড় কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের আঙিনা থেকে এই প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন রচনা। এদিন পাণ্ডুয়া ব্লকে রচনা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি আছে তাঁর।


১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে।  ফল ঘোষণা হবে ৪ জুন। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটালে। ১ জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুরে।


তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী। কালীপুজোর পাশাপাশি শিব পুজোও করেছিলেন রচনা। পুজোর পরে সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। গতকাল তিনি বলেন, “যে কোনও শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শ করে খুব ভালো লাগল। মায়ের আশীর্বাদ না থাকলে তো জীবনে চলতেই পারব না। জেতার বিষয় ১০০ ভাগ আশাবাদী, আমি আমার ১০০ শতাংশ দেব তাই জেতার বিষয় ১০০ শতাংশ আশাবাদী।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: বিষ্ণুপুরের BJP প্রার্থীকে ওপেন চ্যালেঞ্জ সুজাতার, পাল্টা TMC প্রার্থীকে আক্রমণ সৌমিত্র খাঁর