গোঘাট : আগামী সোমবার ভোট। তার আগে শেষ বেলায় ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। গোঘাট হুগলি জেলার আরামবাগ ( Arambag ) মহকুমার অন্তর্গত। তৃণমূল প্রার্থী মিতালি বাগের হয়ে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। বললেন, ' গোঘাট অঞ্চলের মানুষ, আরামবাগ অঞ্চলের মানুষ যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছে একটি  সাধারণ ঘরের মেয়ে মিতালি বাগ। খুবই সাধারণ ঘরের মেয়ে। নিচু থেকে পড়াশোনা করে উঠে এসেছে । উচ্চশিক্ষাও করেছে। ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয়।' 


গোঘাটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় ছিল সিপিএম। বাম আমলে নানাবিধ অত্যাচারের অভিযোগের কথা এদিন শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। বললেন, 'আগে গোঘাটে মানুষ বেরোতে পারত না সিপিএমের অত্য়াচারে। কাউকে ঘরে থাকতে দেওয়া হত না।' 


বাম আমলের নানারকম নৃশংসতার অভিযোগ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাম আমলে এসব এলাকায় চলত ভয়ঙ্কর অত্যাচার। নাপিত বয়কট থেকে সামাজিক বয়কট, নানাভাবে মানুষকে একঘরে করে দিত সিপিএম। কারও হাত কেটে দেওয়া হত, পা কেটে দেওয়া হত, জমি দখল করা হত নির্বিচারে। বাম আমলের অত্যাচার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'CPM এর অত্য়াচারের শেষ ছিল না। মনে রাখবেন এখান থেকে একটা রাস্তা আছে গড়বেতার চমকাইতলা পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করেছিল সিপিএম। ওখানে লোক খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হত।'


তৃণমূল নেত্রীর দাবি, একবার তিনি এসেছিলেন চমকাইতলায়।  সঙ্গে ছিলেন  তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা।  তখন তিনি রেলমন্ত্রী । তাঁর দাবি, সিপিএম তাঁদের মিটিংয়ের প্য়ান্ডেল ভেঙে দেয়। মাইক ভেঙে দেওয়া হয়।   বাঁশ ভেঙে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে  ছুটে গিয়ে অজিত পাঁজাকে উদ্ধার করে নিয়ে আসেন বলে গোঘাটে দাবি করলেন তৃণমূল নেত্রী।  সে সময় নাকি  চারিদিকে শুধু গুলি চলছিল, বলেন মমতা।  


'আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারও কোনও স্বার্থ চাই না। আমি একটাই স্বার্থ বুঝি সেটা হচ্ছে মানুষের স্বার্থ' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। CPM, BJP কে যুগপৎ আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, 'তৃণমূল কংগ্রেস ছোটখাট ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে। এই অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু, সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না।'