তেহট্ট: লোকসভা ভোটের আগে যতবার প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন, ততবার ৪২ এ ৪২ লক্ষ্যমাত্রা রেখেছেন দলের সামনে। আর এবারও নদিয়ার তেহট্টের সভা থেকে শুধু বঙ্গ বিজেপিকেই টার্গেট দিলেন না, তৃণমূল সারা দেশে কত আসন পাবে, কংগ্রেসই বা কটা জায়গায় জয় পাবে, তার ভবিষ্যৎবাণীও করে দিয়ে গেলেন।


সভা থেকে মোদি প্রশ্ন রাখলেন, কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? তাঁর দাবি, সারা দেশে সাকুল্যে ১৫ টিও আসন পাবে না তৃণমূল। আর কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, সারা দেশে হাত শিবির হাফ সেঞ্চুরিও করতে পারবে না ! সেই সঙ্গে বাম শিবিরকে মোদির খোঁচা, 'এখন লাল পতাকাও দেখা যায় না। 'এনডিএ ৪০০ পার করবে কি না, সেটা নিয়েই এখন চর্চা' । তাই বিজেপিকে ভোট দিয়ে, আসন দিয়ে , উন্নয়নের পথ প্রশস্ত করার আর্জি জানালেন তিনি। 


মোদি এদিন বলেন, 'এই নির্বাচন দেশের নির্বাচন। এটা গোটা হিনদুস্থানের জন্য় সরকার নির্বাচন করার সুযোগ। দেশে সরকার কে গঠন করতে পারে? তৃণমূল কংগ্রেস তো পুরো দেশে ১৫ট আসনও জিততে পারবে না। এবার আপনারা আমাকে বলুন তৃণমূল কংগ্রেস ১৫টা আসন নিয়ে সরকার গঠন করতে পারবে কি? আমাকে উত্তর দিন ১৫ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে কি? কংগ্রেসও পুরো দেশে যতই শক্তি লাগিয়ে দিক, যতই শক্তি লাগিয়ে দিক এবার অর্ধ শতরান করা মুসকিল। ৫০ আসন পেতেও ওরা সমস্য়ায় আছে। এবার আমাকে বলুন ৫০ আসনও পাচ্ছে না, ওরা কি সরকার গঠন করতে পারবে কি? ' 


কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায়কে ভোট দিয়ে মোদির হাত শক্ত করার আর্জি জানান নরেন্দ্র মোদি। 'পশ্চিম বাংলার ইতিহাস দেশকে দিশা দেখানোর ছিল। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের সু-শাসন ও ভারত ভক্তির উদাহরণ আছে। যিনি আমাদের আস্থা ও সংসকৃতিকে বাঁচানোর জন্য় কাজ করেছেন। এখানকার উন্নয়নের জন্য় অনেক কিছু দান করেছেন। কিন্তু, তৃণমূল কংগ্রেস এরকম রাজ্য়কে বদনাম করতে সচেষ্ট। আজ দেখুন দেশের ইতিহাসে হয় তো প্রথম কোনও সরকার যাদের প্রত্য়েক দিন আদালতকে স্মরণ করিয়ে দিতে হয় যে তাদের কাজ কী। '  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে