নয়াদিল্লি: রামনবমীর (Ram Navami) পুণ্যলগ্নে আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা লোকসভা ভোটে (Loksabha Election 2024) লড়াই করা সমস্ত বিজেপি (BJP) ও এনডিএ (NDA) প্রার্থীকে ব্যক্তিগত ভাবে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই চিঠির পিছনে বিজেপির উদ্দেশ্য হল একটি লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পৌঁছানো। পাশাপাশি প্রধানমন্ত্রীর লক্ষ্য হল এই চিঠি যেন প্রতিটি আঞ্চলিক ভাষায় পৌঁছে দেওয়া যায়।


আচমকা নরেন্দ্র মোদির কাছ থেকে ব্যক্তিগতভাবে এই চিঠি পেয়ে অবাক হয়ে গেছেন প্রার্থীরা। তাঁরা এখন এই চিঠি তাঁদের লোকসভা কেন্দ্রের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।


আরও পড়ুন: Ram Navami Rally: বোমাবাজি-আগুন! রামনবমীর মিছিল ঘিরে তুমুল হিংসা মুর্শিদাবাদে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রকম একটি চিঠি পেয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরের বিজেপি প্রার্থী কুপ্পুস্বামী আন্নামালাই। ওই চিঠিতে নামী একটি চাকরি ছেড়ে মানুষের সেবা করার জন্য নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত যে আন্নামালাই নিয়েছেন তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তামিলনাড়ুতে বিজেপিকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা কোয়েম্বাটোরের প্রার্থী নিয়েছেন তার ভূয়সী প্রশংসাও করেছেন মোদি।


চিঠিতে তিনি লিখেছেন, "রামনবমীর এই পবিত্র মুহূর্তে আপনাকে চিঠি লেখাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। আমি আশা করি আপনার স্বাস্থ্য ভালো আছে। আমি আপনাকে অভিনন্দন জানাই কারণ আপনি একটি নামী চাকরি ছেড়ে দিয়ে সোজাসুজি মানুষের সেবা করা জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তামিলনাড়ুতে বিজেপিকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ নেতার মতো আইনশৃঙ্খলা, শাসন ও যুব সম্প্রদায়ের উন্নয়নের মতো জটিল বিষয় নিয়ে সরব হয়েছেন তাতে লাভবান হবে কোয়েম্বাটোর। আমি বিশ্বাস করি মানুষের আশীর্বাদে আপনি সংসদে পৌঁছবেন। আপনার মতো টিম মেম্বার আমার জন্য একটা বড় সম্পদ। একটা দল হিসেবে দেশ ও লোকসভার মানুষের উন্নয়নের পথে আমরা কোনও বাধা থাকতে দেব না।"


আরও পড়ুন: Fact Check: সি ভোটারের ওপিনিয়ন পোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর! গুজবে নজর দেবেন না, আসল কী? জেনে নিন এখানে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।