সন্দীপ সরকার, শিলিগুড়ি: বিজেপি বিধায়ককে (BJP MLA) পুলিশের বাধা ঘিরে তুলকালাম শিলিগুড়িতে (Siliguri)। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক আসায় বাধা দেয় পুলিশ। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে আটকের চেষ্টা করে পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি।            


তুলকালাম শিলিগুড়িতে: ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়কের বিরুদ্ধে বুথের ৩৩ মিটারের মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ঘিরে শিলিগুড়িতে  ধুন্ধুমার। এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে আসে পুলিশ। এই নিয়ে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৩৩ নম্বর ওয়ার্ড। বিধায়ককে গ্রেফতারের চেষ্টা করায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। বিধায়কের গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। শিলিগুড়ির মেয়রের ওয়ার্ড তাই পুলিশের বাধা, দাবি ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়কের। হই-হট্টগোলের মাঝেই এলাকা ছাড়েন তিনি। এই ঘটনায় অ্য়াকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন (Election Commission Of India)। 


কী বললেন বিধায়ক? 


ঠিক কী ঘটেছিল? কীভাবে ঘটনার সূত্রপাত? এদিন শিখা চট্টোপাধ্যায় বলেন, "বুথ ঘুরে কর্মীদের দেখে এলাম। বুথ প্রেসিডেন্ট অসুস্থ ছিলেন তাঁকে দেখে এলাম। আসার সময় ৩৩ নং ওয়ার্ডে ঢুকেছি। ওয়ার্ডে ঢোকার পর ওখানে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম। হঠাৎ দেখি পুলিশ চলে এল। এসে বলছে আপনাকে গ্রেফতার করব? জিজ্ঞেস করলাম আমাকে গ্রেফতার করা হবে কেন? বলছে কেন আপনি ঘুরে বেড়াচ্ছেন, বুথের মধ্যে ঢুকে যাচ্ছেন? আমি পাল্টা বলেছি কোথায় বুথের মধ্যে ঢুকেছি দেখুন। তাহলে আমি যখন ঢুকেছি তখন গ্রেফতার করতে পারলেন না! তখন তো গ্রেফতার করার কথা ছিল। আসলে ৩৩ নং ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। তাই ওই ওয়ার্ডে যদি তৃণমূলের ভোট কমে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ ওখানকার মানুষ কোনও পরিষেবা পায় না। শিখা চট্টোপাধ্যায়কে এখানে আটকানোর ফলে যদি কর্মীরা এদিকে ব্যস্ত হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে আর তাতে ছাপ্পা ভোট দেওয়া যাবে।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: প্রথমদফার ভোটে অশান্তি বাংলায়, কমিশনে ভুরিভুরি অভিযোগ