কলকাতা: বাংলায় ফের তৃণমূলের জয়জয়কার। ফিকে গেরুয়া। প্রথমবার ভোটের ময়দানে (Loksabha Election Result 2024) নেমে একের পর এক চমক দিয়েছেন প্রার্থীরা। আদি-নব্য মিলিয়েই এবার তৃণমূলের ভরসার কাঁধ হয়ে উঠতে পারল মহিলা ব্রিগেড। 


তৃণমূলের মহিলা প্রার্থীদের তালিকায় এবার নতুনদের মধ্যে ছিলেন



  • বর্ধমান পূর্ব: চিকিৎসক শর্মিলা সরকার

  • যাদবপুর: সায়নী ঘোষ

  • হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়

  • আরামবাগ: মিতালি বাগ

  • মেদিনীপুর: জুন মালিয়া

  • বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল


লোকসভা নির্বাচনের নিরিখে নতুন মুখ জুন মালিয়া। অন্যদিকে একাধিক কেন্দ্রে এবার পুরনোদের উপরই আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বারাসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণে মালা রায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ ভোটের লড়াইয়ে নামেন। 


এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিকেল ৩টের ট্রেন্ড অনুযায়ী, জয়নগরে ২ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। যাদবপুরে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। উলুবেড়িয়ায় ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এগিয়ে আছেন ৫১ হাজার ৮৮০ ভোটে। ৩৫ হাজার ৪৫৭ ভোটে হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে মিতালি বাগ এগিয়ে ২৯ হাজার ৫৯৮ ভোটে। ১ লক্ষ ৪৪ হাজারের বেশি ভোটে বর্ধমান পূর্বে এগিয়ে শর্মিলা সরকার। 


শেষ পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল এগিয়ে আছে ২৯টি আসনে। বিজেপি এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ১টিতে। রেকর্ড গড়ে ডায়মন্ড হারবারে ৬ লক্ষ ৫৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুরে ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, বহরমপুরে অধীরকে পিছনে ফেলে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। মুর্শিদাবাদে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান, জঙ্গিপুরে ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বোলপুরে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল, শ্রীরামপুরে ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024: উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি