Priyanka Gandhi : খাড়গের অনুরোধ সত্ত্বেও কেন ভোটে দাঁড়াতে অনিচ্ছুক প্রিয়ঙ্কা ?

Congress: জল্পনার অবসান ঘটিয়ে আজই রায়বরেলি ও আমেঠি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস

Continues below advertisement

নয়াদিল্লি : এবার হয়তো প্রার্থী হতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। ভোটে জিতে প্রবেশ করতে পারেন সংসদীয় রাজনীতিতে। এনিয়ে নানা জল্পনা চলছিল মাসখানেক ধরেই। যদিও অমেঠি ও রায়বরেলি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর সেই সম্ভাবনা আর কার্যত নেই বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। 

Continues below advertisement

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) প্রিয়ঙ্কাকে অনুরোধ করেছিলেন এবার লোকসভা ভোটে আমেঠি বা রায়বরেলি কেন্দ্র থেকে লড়তে। কিন্তু, সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্য়ান করেছেন। 

কিন্তু, তাঁর এই অনিচ্ছার কারণ কী ? সংশ্লিষ্ট সূত্রের খবর, ভোটে তিনি এবং রাহুল গান্ধী যদি জেতেন, তাহলে সনিয়া গান্ধীকে নিয়ে গান্ধী পরিবার থেকে তিনজন সংসদে থাকবেন (সনিয়া এই মুহূর্তে রাজ্যসভার সদস্য)। আর তেমনটা হলে বিজেপির পক্ষে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতিতে পরিবারতন্ত্রের তত্ত্ব আরও বেশি করে তুলে ধরা সহজ হবে। তাই তিনি ভোটে দাঁড়াতে চাননি।

যদিও দলের কিছু নেতা মনে করছেন, তাঁর এই সিদ্ধান্ত ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে প্রিয়ঙ্কা ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন আক্রমণের পাল্টা জবাব হিসাবে কংগ্রেসের অন্যতম মুখ এই স্টার ক্যাম্পেনার। 

জল্পনার অবসান ঘটিয়ে আজই রায়বরেলি ও আমেঠি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়বরেলি (Raebareli) কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যদিকে, অমেঠি (Amethi) কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা (Kishori Lal Sharma)। Loksabha Election 2024

বেশ কয়েকদিনের চর্চা। দীর্ঘ আলোচনার পর শেষমেশ জাতীয় রাজনীতির অন্যতম চর্চিত দু'টি আসন উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেঠি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা করে এই রাজ্যে লড়ছে কংগ্রেস। কংগ্রসকে ১৭টি আসন ছেড়েছে সপা। সেই হিসাবে উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেঠি আসন পড়েছে কংগ্রেসের ভাগে। কিন্তু, কাদের প্রার্থী করা হবে এখানে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। সেই জল্পনায় উঠে আসছিল রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর নাম। শেষমেশ তালিকায় রাহুলের নাম থাকলেও, প্রার্থী হলেন না প্রিয়ঙ্কা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola