বাঁকুড়া : বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী। প্রচারসভার শুরু থেকেই প্রতিপক্ষকে তীক্ষ্ণ আক্রমণ শানালেন মমতা । রবিবারই বঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারবার 'মোদির গ্যারান্টি' র প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। বললেন, 'আপনি বলেন মোদির গ্যারান্টি। কী গ্যারান্টি, জুনের পর জেলে ভরবেন, আর আমাদের গ্যারান্টি মানে আপনারা। আপনাদের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার। '


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ' ভোটের পর আমাদের সরকার থাকবে। বলছেন, জুন মাসের পর সবাইকে জেলে পাঠাবে। আমিও তো বলতে পারি, এখনে তো আমাদের সরকার থাকবে, বলতে পারি সবাইকে জেলে পাঠাব। কিন্তু সেসব বলি না। '  তিনি  বলেন, ' যতদিন মানুষের আশীর্বাদ থাকবে, ততদিন থাকব। আমাকে মারা সহজ নয়। আমাকে বললে বাসন মেজে দেব। কারণ আমি বাসন মাজতে ভালবাসি' 


এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীদের একযোগে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের নাম না করেই তাঁকে কটাক্ষ করেন তিনি।  বলেন, ' বাঁকুড়া, বিষ্ণুপুর দুটোই বিজেপি পেয়েছিল? কিছু করেছে, বাঁকুড়া, বিষ্ণুপুরের এমপি কিছু করেছেন? ক'বার তালডাংরায় গেছেন? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আর বিষ্ণুপুর, জানি না ডিভোর্স হয়েছে কিনা, স্ত্রী দাঁড়িয়েছে। আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন বিজেপি কতটা আদর্শবান দল। সব ফটো আছে। ' 



রবিবার, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন। তবে এদিন কেন প্রধানমন্ত্রীর মুখে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু শোনা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।  ' আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনও সাহায্যের কথা বললেন না, যাঁদের ঘর ভেঙে গেছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম। সবাইকে রিলিফ দিয়েছি, বাংলার বাড়ি প্রকল্পে ৫ হাজার টাকা করে দেবে বলে, কমিশনকে লিখেছি। তবু অনুমতি পাচ্ছি না। ভোট না থাকলে করে দিতাম, ভোট বলে অনুমতি নিতে হচ্ছে। ' 


এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় CAA লাগু করার বিরুদ্ধে সরব হন। আবারও তিনি সাধারণ মানুষকে সিএএ-র জন্য আবেদন না করার কথা বলেন। তিনি বলেন , 'যেই আবেদন করবেন, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। খবরদার কেউ নাম লেখাবেন না। আমরা ক্যা করতে দেব না, এনআরসি করতে দেব না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।