Mamata Banerjee Dharna LIVE : গাঁধী মূর্তির পাদদেশে ধর্না শেষ করলেন মমতা

শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। তার আগেই এই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।পাল্টা সংঘাতের পথে হেঁটে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ধরণায় বসছেন তৃণমূল নেত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Apr 2021 09:01 AM

প্রেক্ষাপট

কলকাতা: বাংলার ভোট রাজনীতিতে নজিরবিহীন ঘটনা।  সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার জেরে সোমবার রাত ৮ টা থেকে...More

Mamata Banerjee Dharna LIVE :দুপুর তিনটে নাগাদ তুলে নেন ধর্না

২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। প্রতিবাদে গাঁন্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল নেত্রীর। নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ধর্নায় বসেন তিনি। দুপুর তিনটে নাগাদ তুলে নেন ধর্না। এরপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে রাত ৮টা ৫ নাগাদ বারাসাতে জনসভা রয়েছে তাঁরা। রাত ৯টায় জনসভা করবেন  বিধাননগরে। কালই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা। কাল সকাল ১০টায় কোচবিহারের মাথাভাঙায় যাবেন তৃণমূলনেত্রী। তারপর তাঁর জলপাইগুড়ি, মাটিগাড়া হয়ে হরিণঘাটায় সভা করার কথা।